Wednesday, November 12, 2025

সাফল্য নিয়ে সংশয়ে একমাস পিছিয়ে গেল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির দু’দিনের ধর্মঘট

Date:

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী দুদিনের ধর্মঘটের(All India strike) ডাক দিয়েছিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ও সর্বভারতীয় কর্মী ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। তবে এই ধর্মঘটের সাফল্য নিয়ে সংশয়ে একমাস পিছিয়ে গেল এই ধর্মঘট। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৩ ও ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে পালিত হবে এই ধর্মঘট।

বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত। এই অবস্থায় ট্রেড ইউনিয়নগুলোর ঢাকা ধর্মঘট জনগণ কতটা সমর্থন করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে শ্রমিক সংগঠনের অন্দরেই। তার উপর ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের নির্বাচন আসন্ন। অতএব, নির্বাচনী ব্যস্ততার মাঝে ধর্মঘটের কর্মসূচি নেওয়া যে সম্ভব নয়, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে শ্রমিক সংগঠনগুলোর তরফে জানানো হয়েছে, তাঁরা করোনা পরিস্থিতির কারণেই ধর্মঘট থেকে আপাতত পিছিয়ে এসেছে। সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের দাবি, ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরাই নেবে।

আরও পড়ুন:পেগাসাস চুক্তি বিতর্কে মোদি সরকারকে তোপ শান্তনু সেনের

যৌথ মঞ্চের তরফে যে মোট ১২ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে কৃষকদের একাধিক দাবিও। সংগঠনের তরফে যেসকল দাবি করা হয়েছে তার হলো, শ্রম কোড আইন বাতিল, সংযুক্ত কিষান মোর্চার ৫ দফা দাবি কার্যকর, ন্যাশনাল মানিটাইজেশন পলিসির নামে ঢালাও বেসরকারিকরণ চলবে না, মহামারীতে বিপর্যস্ত অবস্থায় আয়কর করের আওতার বাইরে থাকা সকল নাগরিককে মাসে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে। এই দাবিতেই ২৮ ও ২৯ মার্চ দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে।

প্রসঙ্গত, ধর্মঘট ডাকা এই যৌথ মঞ্চে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের মধ্যে রয়েছে সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, টিইউসিসি, সেবা, এআইসিসিটিইউ, এলপিএফ, ইউটিইউসি এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মচারী ফেডারেশন ও অ্যাসোসিয়েশনসমূহ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version