Wednesday, November 5, 2025

শুভেন্দুর নেতাই সফরে বাধার অভিযোগ, ফের মুখ্য সচিবকে তলব রাজ্যপালের

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(SuvenduAdhikari) নেতাই সফরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পূর্বে মুখ্য সচিব(ChiefSecretary) ও ডিজিকে(DG) তলব করেছিলেন রাজ্যপাল(Govornar) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। যদিও করোনা পরিস্থিতির কারণে রাজভবনে উপস্থিত হতে পারেননি তারা। এরপর ফের আগামী সোমবার সকাল ১১ টায় রাজভবনে সমস্ত তথ্য সহ তাঁদের তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে এদিন রাজ্যের শীর্ষ আমলাকে তলবের বিষয়টি প্রকাশ্যে আনেন খোদ রাজ্যপাল।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের পূর্বঘোষিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানান শুভেন্দু। আদালতের অনুমতি নিয়ে নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতাকে কেন আটকে দেওয়া হল, তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব এবং ডিজি-কে এর আগে দুবার রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

কিন্তু মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্য রাজভবনে না গিয়ে রাজ্যপালকে চিঠি লিখে জানান। আমলাদের অনেকেই সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে। অন্যদের উপর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং‌ গঙ্গাসাগর মেলা আয়োজনের গুরুদায়িত্ব রয়েছে। তাই নির্দেশ মতো তাঁরা রাজভবনে যাননি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেতাই নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানান তাঁরা। যদিও তাদের জবাবে খুশি হননি রাজ্যপাল ধনকড়। এই পরিস্থিতিতে সোমবার ফের রাজভবনে তলব করা হলো মুখ্য সচিবকে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version