Monday, May 5, 2025

Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

Date:

অনলাইন মাধ্যমে যেমন যে কোনও কাজ খুব সহজে করা যায়, সময় অনেকটাই বাঁচে, ঠিক তেমনি একটু অন্যমনস্ক হলেই বড় বিপদ ডেকে আনতে পারে এই মাধ্যমটি। যার নিট ফল অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।
বারবার সতর্কতার পরেও এমন বহু মানুষ আছেন, যারা মূল্যবান তথ্য থেকে টাকাপয়সা খুইয়েছেন অনেক কিছুই। পুলিশের কাছে এই নিয়ে প্রচুর অভিযোগও জমা পড়ে। সেই কারণে প্রতিদিনই পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়।
শুধু তাই নয় , প্রায় প্রতিদিনই লালবাজারের পক্ষ থেকে নানা রকম ভাবে সতর্কবার্তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। অপরিচিত নম্বর থেকে কোনও ফোন বা মেসেজ এলে যাতে সেটা ইগনোর করা হয় এবং পাসওয়ার্ড যাতে সব সময় সুরক্ষিত রাখি হ্য় সেই বিষয়ে সচেতন করা হয়।

এবার একটু অন্যরকমভাবে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ। একটু মজার ছলে এই বার্তা দিয়েছে বলা যায়।কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে পাসওয়ার্ডকে টুথব্রাশের সঙ্গে তুলনা করা হয়েছে। ছবিটি মজার হলেও এর মধ্যে গভীর সতর্কবার্তা আছে। অনেকেই ভাববেন পাসওয়ার্ডকে টুথব্রাশের সঙ্গে তুলনা করা কেন হল? কারণ, টুথব্রাশ যেমন কারও সঙ্গে শেয়ার করতে নেই, যত্নসহকারে ব্যবহার করতে হয়, পুরনো ব্যবহার করা ঠিক নয়, তেমনি পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রেও এই বিষয়গুলোর উপর নজর রাখার কথা বলা হয়েছে।

এর আগেও মানুষকে সচেতন করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন প্রতারণা কি, কীভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তা জানিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন তাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই ধরণের পোস্ট নতুন নয়। মুম্বই পুলিশ অনেক দিন ধরেই নানা রকম মজার ছবি ও ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করে চলেছে। মজার ছবি বা ভিডিও মানুষকে বেশি আকর্ষিত করে, সেই কারণে মানুষকে সচেতন করতে এই পদ্ধতি নিয়েছে মুম্বই পুলিশ। এবার সেই পথে হাঁটলো কলকাতা পুলিশ।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version