Saturday, November 8, 2025

শুভেন্দুর নেতাই সফরে বাধার অভিযোগ, ফের মুখ্য সচিবকে তলব রাজ্যপালের

Date:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(SuvenduAdhikari) নেতাই সফরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পূর্বে মুখ্য সচিব(ChiefSecretary) ও ডিজিকে(DG) তলব করেছিলেন রাজ্যপাল(Govornar) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। যদিও করোনা পরিস্থিতির কারণে রাজভবনে উপস্থিত হতে পারেননি তারা। এরপর ফের আগামী সোমবার সকাল ১১ টায় রাজভবনে সমস্ত তথ্য সহ তাঁদের তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে এদিন রাজ্যের শীর্ষ আমলাকে তলবের বিষয়টি প্রকাশ্যে আনেন খোদ রাজ্যপাল।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের পূর্বঘোষিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ঝিটকা জঙ্গলের কাছে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানান শুভেন্দু। আদালতের অনুমতি নিয়ে নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতাকে কেন আটকে দেওয়া হল, তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব এবং ডিজি-কে এর আগে দুবার রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

কিন্তু মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজি মনোজ মালব্য রাজভবনে না গিয়ে রাজ্যপালকে চিঠি লিখে জানান। আমলাদের অনেকেই সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে। অন্যদের উপর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং‌ গঙ্গাসাগর মেলা আয়োজনের গুরুদায়িত্ব রয়েছে। তাই নির্দেশ মতো তাঁরা রাজভবনে যাননি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেতাই নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানান তাঁরা। যদিও তাদের জবাবে খুশি হননি রাজ্যপাল ধনকড়। এই পরিস্থিতিতে সোমবার ফের রাজভবনে তলব করা হলো মুখ্য সচিবকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version