Wednesday, November 12, 2025

SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

Date:

নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার বিরোধিতায় সরব মহিলা কমিশন। কারণ, নয়া গাইডলাইন (SBI Guideline) অনুযায়ী, কোনও চাকরিপ্রার্থী কাজে যোগদানের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে ‘টেম্পোরারিলি আনফিট’ বলে ধরে নেওয়া হবে। সন্তান জন্মের চার মাস পরে তিনি কাজে যোগ দিতে পারবেন। এই বিজ্ঞপ্তির (Notice) বিরোধিতায় সরব হয়েছে মহিলা কমিশন।

সম্প্রতি নয়া কর্মী বা পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের শারীরিক ফিটনেস সংক্রান্ত নয়া নির্দেশিকা (SBI Guideline) জারি করেছে SBI। ৩১ ডিসেম্বরের জারি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও মহিলা যদি তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা হন, সেক্ষেত্রে তাঁকে ‘সাময়িকভাবে আনফিট’ বলে বিবেচনা করা হবে। প্রসবের চার মাস পরে তাঁরা কাজে যোগ দিতে পারেন। এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

‘মহিলা বিরোধী’ সেই গাইডলাইনের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ’ তরফে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়ে এসবিআইকে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও চিঠি দিয়েছেন সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। তাঁর অভিযোগ, মহিলাদের অধিকারকে খর্ব করা হচ্ছে।

গাইডলাইনের বিরোধিতা করে সরব হয়েছে মহিলা কমিশন। দিল্লি ও মুম্বই মহিলা কমিশনের তরফে গাইডলাইনের প্রত্যাহারের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। মুম্বই মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মলিয়ালের দাবি, এই সিদ্ধান্ত ‘অনৈতিক’ ও ‘পক্ষপাতদুষ্ট’।

তবে, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, ছয় মাসের বেশি কোনও অন্তঃসত্ত্বাকে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সন্তান প্রসবের চার থেকে ছয় মাস পরে তিনি কাজে যোগ দিতে পারেন। কিন্তু সেই নির্দেশিকা বদল ঘটিয়ে তিন মাস করেছে SBI। ফলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যেত ওই মহিলার ক্ষেত্রে সেগুলি পিছিয়ে যাবে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version