Monday, November 10, 2025

পেগাসাস: ভারত-ইজরায়েল প্রতিরক্ষা চুক্তির তদন্ত ও FIR-এর দাবিতে মামলা সুপ্রিমকোর্টে

Date:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) কেন্দ্র করে রীতিমতো উত্তাল জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) দায়ের হলো নয়া মামলা। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে, নিউইয়র্ক টাইমসে(New York Times) প্রকাশিত প্রতিবেদন বিবেচনা করে, ইসরায়েলের সাথে ২০১৭ সালের প্রতিরক্ষা চুক্তির তদন্তের আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি এই চুক্তির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করে তদন্তের আবেদন জানানো হয়েছে।

পেগাসাস কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা। এই মামলায় নিউইয়র্ক টাইমসের রিপোর্ট তুলে ধরে জানানো হয়েছে ভারত সরকার ২০১৭ সালে মিসাইল প্রযুক্তি সহ অন্যান্য হাতিয়ারের জন্য ২০০ কোটি ডলার প্যাকেজের মধ্যেই কিনেছিল পেগাসাস সফটওয়্যার। এর ভিত্তিতেই মামলাকারীর আবেদন ভারত ও ইজরায়েলের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছিল তার তদন্ত হোক। পাশাপাশি এই চুক্তির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। অবশ্য পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন:Urvashi Rautela: ৪০ কোটি টাকার সোনার গাউন পরে র‍্যাম্প কাঁপালেন ঊর্বশী!

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট ভাবে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময় ভারতের প্রতিরক্ষা চুক্তির মধ্যেই কেনা হয়েছিল পেগাসাস সফটওয়্যার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই দেশে আলোড়ন পড়ে যায়। আসন্ন বাজেট অধিবেশনের আগেই সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠে বিরোধীরা। যদিও সংসদে গতবছর কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই ধরনের কোনও সফটওয়্যার সরকার কেনেনি। তবে নিউইয়র্ক টাইমসের রিপোর্ট ভারত সরকারের দাবিকে পুরোপুরি খারিজ করে দেয়। এই ইস্যুতেই এবার সুপ্রিম কোর্টে দায়ের হলো নয়া মামলা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version