Thursday, August 21, 2025

Municipal Election: পিছিয়ে যাক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন, ফের কমিশনে যাচ্ছে বিজেপি

Date:

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চার পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমত আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর – এই চার পুরনিগমের ভোট হওয়ার কথা আগামী ১২ ফেব্রুয়ারি। এবার এই চার পুরনিগমের ভোট আরও পিছিয়ে দেওয়ার সওয়াল করল রাজ্য বিজেপি। এনিয়ে আগামিকাল রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত রাজ্যের করোনা সংক্রমণের বৃদ্ধির জন্য চার পুরনিগমের নির্বাচনের নির্ঘণ্ট ২২ জানুয়ারির থেকে পিছিয়ে দেওয়া যায় কি না, সেই বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের পরামর্শ ছিল ন্যূনতম ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে পুরনিগমের নির্বাচন। তারপরেই তিন সপ্তাহ ৪ পুরনিগমের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার কথা জানায় কমিশন। এরপর স্থির হয় ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

তবে রাজ্যের এই চার পুরনিগমের ভোট আরও পিছিয়ে দিতে চাইছে কমিশন। এই নিয়ে রবিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির তরফ থেকে শমীক ভট্টাচার্য বলেন, আগামিকাল বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, ৪ পুর নিগম এবং ১০৮টি পুরসভার নির্বাচনের ভোট গণনা একই দিনে হোক। পাশাপাশি, পিছিয়ে দেওয়া হোক ২৭ ফেব্রুারির পুরভোট।

আরও পড়ুন- WHO-র কোভিড ম্যাপে ভারতের অংশকে চিন ও পাকিস্তান হিসেবে দেখানো হচ্ছে, সরব শান্তনু

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version