কেন্দ্রীয় বাজেটে (Central Budget) রেলে (Rail) পিপিপি মডেলকে আরও উৎসাহ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে প্রকল্প। যার মধ্যে ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে। একইসঙ্গে এবার কেন্দ্রীয় বাজেটে (Central Budget) রেল (Rail) পরিষেবায় আধুনিকতায় জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এবার কেন্দ্রীয় বাজেটে (Central Budget) নতুন কোনও রেললাইন (Rail) তৈরির ঘোষণা করেননি নির্মলা সীতারামন।
আরও পড়ুনঃ Budget 2022: ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার
রেলখাতে বাজেট পেশের অংশে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায় ৭টি আলাদা আলাদা ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। যাকে অর্থমন্ত্রী ৭টি ইঞ্জিন বলছেন। এই ৭টি ইঞ্জিন হল, সড়ক, রেল, জলবন্দর, বিমানবন্দর, গণপরিবহণ, জলপথ এবং লজিস্টিক পরিকাঠামো। গত নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প ঘোষণা করেছিলেন। মোদির দাবি ছিল এই গতিশক্তি প্রকল্পে মোট বরাদ্দ করা হবে ১০০ লক্ষ কোটি টাকা। অথচ, এদিন প্রথম দফায় অর্থমন্ত্রী বরাদ্দ করলেন মাত্র ২০ হাজার কোটি টাকা।
আরও পড়ুনঃ Budget 2022: কেন্দ্রীয় বাজেটে হতাশ মধ্যবিত্ত, মিলল না প্রত্যাশিত আয়কর ছাড়
রেলের সঙ্গে সড়ক এবং আকাশপথে বাজেট বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যেই ২৫ হাজার কিলোমিটার নতুন সড়কপথ তৈরি করা হবে। পার্বত্য এলাকায় পরিবহণে গতি আনতে ‘পর্বতমালা’ প্রকল্পের মাধ্যমে রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।