দ্বাররক্ষীকে মেরে চিড়িয়াখানা থেকে সঙ্গীকে নিয়ে চম্পট যুগলের! কারা জানেন ?

খাঁচায় বন্দি জীবন মোটেই পছন্দ ছিল না। তবু জোর করে খাঁচায় বন্দি রাখা হয়েছিল যুগলকে। মন থেকে মানতে পারেনি দুজনেই। এক বছরেরও বেশি সময় ধরে ছক করেছে পালানোর। । শেষ পর্যন্ত দ্বাররক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে চম্পট। নিশ্চয়ই ভাবছেন এমন কাণ্ড কে ঘটানো? পশুরাজ ও তার সঙ্গিনীর কথা। ইরানের একটি চিড়িয়াখানায় ঘটেছে এমনই কাণ্ড।ইরানের একটি চিড়িয়াখানায় এক রক্ষীকে আক্রমণ ও হত্যা করেছে সিংহী। পরে ওই সিংহী তার সঙ্গী সিংহকে নিয়ে পালিয়ে যায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর লাল সতর্কতা জারি করা হয় শহর জুড়ে। অনেক খুঁজে সিংহ জুটিকে আবারও বন্দি করা হয়েছে।চিড়িয়াখানার এক কর্মী জানিয়েছেন, কয়েক বছর ধরে আছে সিংহীটি এ চিড়িয়াখানায়। সে কোনোভাবে খাঁচার দরজা খুলে বের হয়ে এসে ৪০ বছর বয়সী ওই রক্ষীকে আক্রমণ করে। নিহত রক্ষী ওই সিংহ জুটির জন্য খাবার নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন- Budget 2022:বাজেটে কী দিশা দেখাবেন নির্মলা, নজর সব মহলে

তিনি আরও জানান, গত রবিবার সিংহ দুটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। জানা যায়, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে মারকাজি প্রদেশের আরাক শহরে অবস্থিত চিড়িয়াখানাটি।

প্রদেশটির গভর্নর আমির হাদি বলেন, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানার নিয়ন্ত্রণে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিংহ দুটিকে জীবিত বন্দি করা সম্ভব হয়েছে।