Entertainment: আর সিঙ্গল নন বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন! নতুন প্রেমিকাকে নিয়ে চুপিসারে চলছে প্রেম

সুপারস্টার হৃতিক রোশন গোপনে প্রেম করছেন জানাল তারকার ঘনিষ্ঠ মহল

‘কহো না পেয়ার হ্যায়’ এর ছেলেটার প্রেমে আজও ক্রাশ খান? তাহলে এবার নিজেকে সামলান! আপনি যাঁর প্রেমে হাবুডুবু, তিনি আবার অন্য কারোর হবু। মাত্র এক মাস হল নতুন প্রেম করছেন, ইতিমধ্যেই চুপিসারে গোয়াও ঘুরে এসেছেন। কথা হচ্ছে বলিউডের হ্যান্ডসাম ম্যান হৃতিক রোশনের(Hrithik Roshan) বিষয়ে। আপনার প্রিয় সুপারস্টার হৃতিক (Hrithik Roshan) আর সিঙ্গেল নন,জানাচ্ছে অভিনেতা ঘনিষ্ঠ মহল।

আরও পড়ুনঃ বাজেট ঘোষণার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৪৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

সুপারস্টার হৃতিক রোশনের (Hrithik Roshan) ব্যক্তিগত জীবন এবার প্রকাশ্যে চলে এল। সুজানের সাথে তাঁর বিবাহ বিচ্ছেদের কথা সর্বজনবিদিত। কিন্তু নায়কের জীবনের নতুন নায়িকার কথা জানেন না অনেকেই। হৃতিকের জীবনে এই মুহূর্তে প্রেমের বসন্ত এনেছেন সাবা আজাদ। বছর ৩২এর সাবা ২০০৮ সালে ‘দিল কবাড্ডি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। ২০২১ সালে তাঁর শেষ যে ছবিটি মুক্তি পেয়েছে তার নাম ‘ইশক’।

আরও পড়ুনঃ রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

তবে এখন অনস্ক্রিন নয়, তাঁর অফস্ক্রিন ‘ইশক’ নিয়ে জোর গুঞ্জন। এখন প্রশ্ন, কোথা থেকে এই জল্পনার শুরু ? আসলে বৃহস্পতিবার রাতে সাবাকে নিয়ে এক রেস্তরাঁয় যান অভিনেতা হৃতিক রোশন। পুরো সময়টা সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি।

দুজনেই অবশ্য করোনার কারণে মাস্ক পরেছিলেন।কিন্তু ফাইভ জি (5G)এর যুগে কি আর মাস্ক পরে পরিচয় আড়াল রাখা যায়? তাই মাস্ক পরিহিতার পরিচয় প্রকাশ্যে আনতে বেশি সময় লাগেনি। শোনা যাচ্ছে,কিছুদিন আগে নাকি সাবার সঙ্গে চুপিচুপি গোয়াতেও ঘুরে এসেছেন হৃতিক। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি এড়িয়ে গেছেন দুজনেই। তবে কথায় বলে যা রটে তার কিছুটা তো বটে! এখন কতটা বাস্তবে ঘটে সেটাই দেখার।