Monday, November 3, 2025

রাতের মেট্রোর (kolkata metro rail) সময়সীমা বাড়ল । নির্ধারিত সময়ের আরো আধ ঘন্টা পরে ছাড়বে লাস্ট মেট্রো। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।
মেট্রো জানিয়েছে (timing of last metro) এবার থেকে রাতে আরও আধ ঘণ্টা বেশি চলবে মেট্রো ।
সপ্তাহে সাত দিনই এই সুবিধা পাবেন যাত্রীরা। আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই শুরু
হতে চলেছে বর্ধিত সময়ের মেট্রো চলাচল। সোমবার থেকেই রাজ্যে করোনা বিধিনিষেধ খানিকটা শিথিল হতে শুরু করেছে রাজ্যে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে দিয়েছেন । এখন থেকে রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে শুরু হবে নাইট কার্ফু। আর তারপরেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিল রাতের শেষ ট্রেন ছাড়ার সময়সীমা আরও আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে।

এখন সোম থেকে শনি সপ্তাহে ছ’দিন সকাল ৭টায় প্রথম ট্রেন ছাড়ে । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে দিনের প্রথম মেট্রোর ক্ষেত্রে এখনই সূচির কোনও রদবদল হচ্ছে না। রবিবার প্রথম ট্রেন চালু হয় সকাল ১০টায়। সেই সময়সূচিতেও কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র শেষ ট্রেনের সময় পরিবর্তিত হয়ে আরও আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে। সপ্তাহে সাতদিনই শেষ ট্রেনের সময় আরও বাড়ছে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, এখন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৪৮ মিনিটে। এই সময় বদলে হবে রাত ৯টা ১৮ । আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেনের সময় রাত ৯টার পরিবর্তে হচ্ছে ৯টা ৩০ । অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেনের সময় রাত ৯টার পরিবর্তে
করা হচ্ছে ৯টা ৩০ । যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে কোনও পবিবর্তন হচ্ছে না।

মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে , বুধবার থেকেই স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন কিনেও যাত্রীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে সকল প্রকার কোভিড বিধি : যেমন পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখা , মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার
প্রত্যেককে অবশ্যই মেনে চলতে হবে।

 

 

 

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version