Sc EastBengal: ‘চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ের জন‍্য ঝাঁপাবে দল’, বললেন লাল-হলুদ কোচ মারিও রিভেরা

চেন্নাইয়ানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) কাছে হারের পর আগামীকাল আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( SC EastBengal)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি (chennaiyin fc)। চেন্নাইয়ানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা।

এদিন সাংবাদিক সম্মেলনে মারিও বলেন,” আমরা সব সময় পরের ম্যাচে জেতার জন্য ভাবি। সেই ভাবেই দল অনুশীলন করে। এবং চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে একই লক্ষ্য নিয়ে মাঠে নামব।”

ডার্বি ম্যাচে বেশ ভালোভাবে দেখা গিয়েছিল মার্সেলো রিবিয়েরো ও আন্তোনিও পেরোসেভিচের জুটিকে। চেন্নাইয়ান ম‍্যাচেও কী এই জুটিকে দেখা যাবে? এই নিয়ে রিবেরা বলেছেন,”মার্সেলো ও পেরোসেভিচের জুটির দিকে সবাই তাকিয়ে থাকবে। ওরা একে অপরকে বুঝতে শুরু করেছে। পজেটিভ ফলাফল আসবে।”

ডার্বিতে ভালো খেলেও হারের মুখ দেখতে হয়েছে। ডার্বিতে হারের পর কিভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন? এর জবাবে মারিও বলেছেন, “একটি ভালো ম্যাচের পর কোনও দলকে সহজেই উৎসাহিত করা যায়। আমরা গত ম্যাচে অনেক কিছু ভালো করেছি, খেলোয়াড়রা জানে যে আমরা সঠিক পথে যাচ্ছি তাই কাজটা কঠিন ছিল না।”

আরও পড়ুন:PR Sreejesh : ওয়ার্ল্ড গেমস বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার পেলেন পি আর সৃজেশ