বাজেট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর: কীসের দাম বাড়লো ও কীসের কমলো

মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে একাধিক ঘোষণা থাকলেও মধ্যবিত্তকে হতাশ করে অপরিবর্তিত রয়েছে কর কাঠামো। হতাশ দেশের কৃষক সম্প্রদায়ও যদিও পরিকাঠামো ও পরিষেবা খাতে একাধিক নতুন ঘোষণা করা হয়েছে বাজেটে। দেখে নেওয়া যাক ২০২২-২৩ অর্থবর্ষের এই বাজেটে কীসের দাম বাড়লো ও কীসের দাম কমলো।

দাম কমল:

  • বস্ত্র, জুতো-চটিতে শুল্ক হ্রাস
  • সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার
  • দাম কমল কৃষি উপকরণের
  • সস্তা হচ্ছে হিরের অলঙ্কার
  • রত্ন ও অলংকার শিল্পে ৫% কর কমছে

দাম বাড়ছে

  • ছাতার দাম বাড়ছে
  • আরো দামী হচ্ছে ইস্পাতজাত দ্রব্য