Thursday, August 21, 2025

দারিদ্রসীমার নীচে ১৪ কোটি মানুষ, মোদি সরকারের ‘আচ্ছে দিন’কে কটাক্ষ জহরের

Date:

আগের অধিবেশনগুলিতে নিয়মিত উপস্থিত থাকলেও বলার সুযোগ পাননি। বাজেট অধিবেশনে সেই সুযোগ আসতেই মোদি সরকারকে কার্যত ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। দারিদ্র, বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেট সহ বেশ কয়েকটি ইস্যুতে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন তিনি। প্রায় ২৫ মিনিটের বক্তৃতার সিংহভাগ জুড়েই ছিল মোদির সরকারের ব্যর্থতার কথা।

তিনি বলেন,৪১ বছর তাঁর সরকারি চাকরি জীবন কাটানোর সময় তিনি কোনদিন অর্থনীতির এরকম দুরবস্থা দেখেননি। এমনকি ১৯৯১ তেও দেশের এরকম দৈন্যদশা ছিলনা। নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশ্যে তার উপদেশ, ” কথার প্রতিশ্রুতি আর স্বপ্নের ফেরি করে ক্ষুধা মেটানো যায় না।”
পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ১০০ কোটি লোকের মধ্যে কর্মক্ষম লোকের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। যার মধ্যে ৪০শতাংশ শ্রমজীবী। আর এর পরিষ্কার অর্থ হলো, দেশে ৬০ কোটি লোকের কোনো সুষ্ঠু কর্মসংস্থান নেই। ক্ষোভের সঙ্গে তিনি জানান,দেশ ২০১৪ র আগে এইরকম নগ্ন পুঁজিবাদী তোষণ দেখেনি। এক শ্রেণীর লোক যেমন ধনী হয়েছে , তেমনই নিম্নশ্রেণির লোকেদের সম্মিলিত আর্থিক সম্পদ দেশের সম্পদের মাত্র ১৩ শতাংশে এসে নেমেছে।
ভারতবর্ষের দারিদ্রতার সীমা চরম পর্যায়ে পৌঁছেছে সে কথা বলতে গিয়ে তথ্য দিয়ে তিনি বলেন। ২০০৬ এর পর থেকে,১৫ কোটি লোককে দারিদ্র্যসীমার উপরে আনা হয়েছিল। কিন্তু শেষ দু বছরে আবার ১৪ কোটি লোক বাধ্য হয়েছে দারিদ্র্যসীমার নীচে যেতে। কটাক্ষ করে তিনি বলেন, “এটাই হয়তো মোদি সরকারের সাফল্য।”
আগের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,তারা শাসক পক্ষের মদত দিতো। তাই ২০২৪ এ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে তাঁর আবেদন, স্বচ্ছ নির্বাচনের।

সেন্ট্রাল ভিস্তা প্রসঙ্গে তিনি জানান,”আমি কাজ করেছি তাই আমি জানি সেন্ট্রাল ভিস্তার কোন প্রয়োজন ছিল না।” এখনো পর্যন্ত পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি না দেওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন তাঁর ভাষণে।
শিক্ষা খাতে সরকারের খরচ কমানো প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আমি জানি আপনি শিক্ষার কিছু বোঝেন না।কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। ”

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version