Friday, August 22, 2025

Saraswati puja-school : স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে

Date:

স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকেই খুলে গেল স্কুল । আর মাত্র একদিন পরেই সরস্বতী পুজো। তাই বহু স্কুলে শেষ মুহূর্তে সরস্বতী পুজোর আয়োজন শুরু হতে চলেছে। সকলেই এখন ছুটছেন প্রতিমা কিনতে। গোটা মালদহ জেলা জুড়েই এখন এই চিত্র। গত দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। তাই স্কুলে সরস্বতী পুজোর হওয়ার কোনও প্রশ্নই ওঠে নি। কিছু স্কুলে নাম মাত্র পুজো হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন ছিল না। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার স্কুল কলেজ খোলা হল। তবে আজ প্রথম দিন স্কুল কলেজগুলিতে উপস্থিতির হার কিছুটা কম ছিল। আজ স্কুল খুলে যাওয়ায় এ বছরের সরস্বতী পুজোয় পূর্ণ উদ্যমে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছে স্কুল -কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন আগেও স্কুল খোলার পরিস্থিতি তৈরি না হওয়ায় হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের।

  মালদহ পোস্ট অফিস মোড় এলাকায় দেখা গেল সরস্বতী প্রতিমা কিনতে আয়োজকদের ভিড় উপচে পড়ছে। মালদহ বাল্য বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রী মজুমদার জানান সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল আজ থেকে খোলা হল । করোনা বিধি মেনেই স্কুলের পঠন -পাঠন শুরু করা হল। তবে ছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম। এরমধ্যে সরস্বতী পুজো স্কুলে করা হবে। তবে সব ক্লাসের ছাত্রীরা সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পারবে না ।
শুধুমাত্র একাদশ শ্রেণির ছাত্রীদের পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে। ইংরেজবাজার শহরের বিশিষ্ট সংগীত শিল্পী সুখময় মজুমদার জানান করোনা সময় কাল থেকে ছাত্র-ছাত্রীদের এই গৃহবন্দি অবস্থায় ছিল । তবে এবার তারা গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে আবাররও স্কুলের পঠন -পাঠনে ফিরতে পারবে। রাজ্য সরকারের ভূমিকা‌কে ধন্যবাদ জানাই।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version