স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকেই খুলে গেল স্কুল । আর মাত্র একদিন পরেই সরস্বতী পুজো। তাই বহু স্কুলে শেষ মুহূর্তে সরস্বতী পুজোর আয়োজন শুরু হতে চলেছে। সকলেই এখন ছুটছেন প্রতিমা কিনতে। গোটা মালদহ জেলা জুড়েই এখন এই চিত্র। গত দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। তাই স্কুলে সরস্বতী পুজোর হওয়ার কোনও প্রশ্নই ওঠে নি। কিছু স্কুলে নাম মাত্র পুজো হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন ছিল না। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার স্কুল কলেজ খোলা হল। তবে আজ প্রথম দিন স্কুল কলেজগুলিতে উপস্থিতির হার কিছুটা কম ছিল। আজ স্কুল খুলে যাওয়ায় এ বছরের সরস্বতী পুজোয় পূর্ণ উদ্যমে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছে স্কুল -কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন আগেও স্কুল খোলার পরিস্থিতি তৈরি না হওয়ায় হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের।
শুধুমাত্র একাদশ শ্রেণির ছাত্রীদের পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে। ইংরেজবাজার শহরের বিশিষ্ট সংগীত শিল্পী সুখময় মজুমদার জানান করোনা সময় কাল থেকে ছাত্র-ছাত্রীদের এই গৃহবন্দি অবস্থায় ছিল । তবে এবার তারা গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে আবাররও স্কুলের পঠন -পাঠনে ফিরতে পারবে। রাজ্য সরকারের ভূমিকাকে ধন্যবাদ জানাই।