Saturday, August 23, 2025

Rahul Reaction Contro: সংসদে রাহুলের বক্তব্যের বিরোধিতায় সরব আমেরিকা, মার্কিন ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল

Date:

মোদি সরকারের বিদেশনীতির সমালোচনা করায় বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস (Congress) নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। এমনকী, তাঁর সমালোচনা করলেন খোদ আমেরিকার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র। রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, চিন আর পাকিস্তানকে একসারিতে বসিয়ে ভারতের জনগণের প্রতি অন্যায় করেছে বিজেপি। ভারতের দুই শত্রুর মধ্যে কার্যত যোগসূত্র স্থাপর করে দিয়েছে কেন্দ্র। রাহুলের বক্তব্য নিয়ে আপত্তি জানাল আমেরিকা। তাদের মতে, চিন এবং পাকিস্তান সম্পর্কে রাহুলের করা মন্তব্য, সমর্থনযোগ্য নয়। তবে,আমেরিকার এই ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। তাদের মতে, সংসদে করা রাহুলের মন্তব্য নিয়ে হঠাৎ চিন ও পাকিস্তানের হয়ে কেন গলা ফাটাচ্ছে তারা!

রাহুলের অভিযোগ, ভারতের বিরুদ্ধে চিনের পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটা ডোকলাম এবং গালওয়ানে দেখিয়েছে। কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস (Ned Price) বলছেন, এ বিষয়টি তাঁরা পাকিস্তান এবং চিনের উপরই ছেড়ে দিতে চান। “ওদের মধ্যেকার সম্পর্ক নিয়ে ওরাই কথা বলুক। তবে, এই ধরনের কোনও মন্তব্য আমরা সমর্থন করি না”।

রাহুলের এই মন্তব্য নিয়ে দেশজুড়েও বিতর্ক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) বলেন, পাকিস্তান এবং চিনের সুসম্পর্ক নতুন কিছু নয়। রাহুল গান্ধীর জানা উচিত, পাকিস্তান এবং চিনের মধ্যে সুসম্পর্কের ছয়ের দশক থেকে শুরু। এর জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার দায়ী নয়। তবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আমেরিকার ‘দাদাগিরি’ কতটা সমর্থন যোগ্য তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক  মহল।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version