Breaking: কাঁথি পুরসভায় প্রার্থী শিশির অধিকারী? সঙ্গে পুত্র কৃষ্ণেন্দু বা সৌমেন্দু

কাঁথি ( contai) পুরসভা দখল করতে মরিয়া হয়ে চেয়ারম্যান মুখ হিসেবে বিজেপির ( BJP) প্রার্থী হবেন শিশির অধিকারী?( Shisir Adhikari) এই জল্পনা তীব্র হচ্ছে। শিশিরবাবু এখন তৃণমূল ( AITC) সাংসদ হলেও বিজেপির মঞ্চে। তাঁর সাংসদ পদ খারিজের স্পিকারকে জন্য চিঠিও দিয়েছে তৃণমূল। এর মধ্যে তিনি পুরভোটে প্রার্থী হলে সাংসদ পদ যাবেই। সেক্ষেত্রে উপনির্বাচন হবে। বিজেপি বা পরিবার হারের ভয়ে সেটা এড়াতে চায়। কিন্তু ঘটনা হল শিশিরবাবুর শরীরের যা অবস্থা, তাতে এখন দুবছর সাংসদ থেকে দিল্লি যাতায়াত কঠিন। তিনি পুরসভা সামলালে শরীরে চাপ কম পড়বে। বিষয়টিও তার হাতের তালুর মত চেনা। অন্যথায় অধিকারী পরিবারেরই অন্য কোনো মুখকে সামনে রাখা হবে। জানা গিয়েছে শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে। সৌমেন্দু তো আছেনই। আদি বিজেপি নেতারা মোঅটামুটি অধিকারী পরিবারের দাপটে ম্রিয়মান। এর মধ্যে রটেছে শিশিরবাবুকে সাংসদ থেকে সরিয়ে উপনির্বাচন ডেকে আনার বদলে শুভেন্দু অধিকারী নিজেও চেয়ারম্যান মুখ হয়ে লড়তে পারেন। তাঁদের হোম ওয়ার্ড 14তে এখন এসব নিয়ে জব্বর জল্পনা তুঙ্গে।

 

Previous articleসরকার গ্যারান্টি দিচ্ছে, ঋণ দিতেই হবে পড়ুয়াদের: ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মমতার
Next articleRahul Reaction Contro: সংসদে রাহুলের বক্তব্যের বিরোধিতায় সরব আমেরিকা, মার্কিন ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল