Tuesday, August 26, 2025

‘বিজেপি-কে শাস্তি দাও’ : এই স্লোগান নিয়ে যোগীর রাজ্যে প্রচারে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Date:

উত্তরপ্রদেশ (Uttarpradesh), উত্তরাখণ্ড (Uttarakhand),পাঞ্জাব (Punjab) বিধানসভা নির্বাচনে ‘বিজেপি কে শাস্তি দাও’ স্লোগান নিয়ে পথে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মোর্চার নেতারা।

আগামী ৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে ৯টি শহরে সাংবাদিক সম্মেলন করে মোর্চার নেতারা ভোটারদের কাছে, কৃষক বিরোধী নীতির জন্য বিজেপি-কে শাস্তি দেওয়ার আহ্বান জানাবেন। এদিন সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে মোর্চার (Samyukt Kisan Morcha) কোর কমিটির সদস্য হান্নান মোল্লা বলেন, ‘কোভিড নিয়মবিধির কারণে এখন সভা সমাবেশ করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দু’দফার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেব।

গত মঙ্গলবার উত্তরপ্রদেশের ৪১ টি কৃষক সংগঠন সভা করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচারের। ওই সভায় উপস্থিত না থাকলেও আরও ১৬ টি কৃষক সংগঠন সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী প্রচারকে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে প্রাণঘাতী হামলার মুখে আসাদউদ্দিন ওয়েইসি, গাড়ি লক্ষ্য করে চলল গুলি

কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) বলেছেন, ‘উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে প্রচার চলছে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে। কৃষকদের কেন্দ্রীয় বাজেট থেকে অনেক আশা ছিল এবং সুফল পাওয়ার আশা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বদলা নেওয়ার দৃষ্টিভঙ্গিতে বাজেটে কৃষক বিরোধী পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আমরা প্রচারপত্র বিতরণ করব। আমরা উভয় রাজ্যের ভোটারদের ভোট প্রচারের সময় সরকারি প্রতিনিধিদের প্রশ্ন করতে বলব। আমরা কৃষকদের বলেছি , শাসক দলের নেতা প্রার্থীরা ভোট চাইতে এলে ওদের প্রশ্ন করুন কৃষি ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলি নিয়ে। অধিকাংশ গ্রামে প্রশ্নের জবাব দিতে না পেরে পালিয়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীরা।’ তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে কৃষকদের নিয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। কিষাণ মোর্চা কোর কমিটির আরেক সদস্য যোগেন্দ্র যাদবও সরকারকে আক্রমণ করে বলেন যে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “সরকার অহংকারী, এবং সেই কারণেই এমন বাজেট পেশ করা হয়েছে। সাত বছরের বেশি সময় ধরে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। কৃষক ও কৃষিকাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা কার্যত কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের জন্য যে পরিমাণ অর্থ প্রদানের কথা ছিল তা ছাড়া আর কিছুই নয়। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ আসলে হ্রাস করা হয়েছে।”

কিষান মোর্চার নেতা ড. দর্শনপাল বলেছেন, ‘কৃষকদের আমরা বলছি বিজেপি কে শিক্ষা দেবার জন্য এই নির্বাচনে ওদের শাস্তি দিন। কি ভাবে শাস্তি দিতে হবে, তা কৃষকরা ভালোই বোঝেন।’

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version