Thursday, August 21, 2025

Punjab election : সিধু না চন্নি, কে হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? ঘোষণা রবিবার

Date:

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন  (Punjab Assembly Election)। অথচ কংগ্রেস এখনো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করেই উঠতে পারেনি।
সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস (Congress) হাইকমান্ড। শুধু পাঞ্জাবেই নয় , বাকি আরো পাঁচটি রাজ্য যেখানে ওই একই সময়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নামও ওইদিনই ঘোষণা করা হবে।

কিন্তু কে হতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? চরণজিৎ সিং চন্নি না নভজ্যোত সিং সিধু? কংগ্রেসের বিশ্বস্ত সূত্রের খবর মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন চন্নি।

কংগ্রেস সূত্রে জানানো হয়েছে রবিবার পাঞ্জাবে যেতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্ভবত তখনই এই ঘোষণা করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি পাঞ্জাব সফরে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন যে এভাবে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা কংগ্রেসের রীতিতে নেই। কিন্তু দলীয় কর্মীদের দাবি ও আবেগের কথা মাথায় রেখে এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে কংগ্রেস। তবে মনে করা হচ্ছে দলীয় কর্মীদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে সিধুর থেকে চন্নি অনেকটাই এগিয়ে । তবে কংগ্রেস হাইকমান্ড দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যেই হোন না কেন একজন অপরজনকে সমর্থন করবেন। প্রকাশ্যে বিরোধিতা সহ্য করা হবে না।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version