Monday, August 25, 2025

‘গেট’ পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট

Date:

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার, ৫ ফেব্রুয়ারিই হতে পারে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এগজ্যাম (গেট)।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছেন, নির্ধারিত সূচির ৪৮ ঘণ্টা আগে এভাবে পরীক্ষা স্থগিত করে দেওয়া যায় না। সেটা করলে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করা যায় না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইআইটি খড়্গপুর যদি শনিবার পরীক্ষা নিতে রাজি না থাকে, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে ‘গেট’ স্থগিত রাখতে পারে। কিন্তু শীর্ষ আদালত এ বিষয়ে কোনও নির্দেশ দেবে না।
আসলে করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। একাধিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এবারের গেট স্থগিত রাখা হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, গেট স্থগিত করে দেওয়া উচিত আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়। তবে সেই আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। বিচারপতিরা জানিয়ে দিলেন, তাঁরা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেবেন না।
শনি ও রবিবার এবং ১২ ও ১৩ তারিখ দু’দফায় ‘গেট’ হওয়ার কথা। আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ট্র্যাভেল পাসের ব্যবস্থা করা হয়েছে। আজ শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।তাই পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেওয়া হচ্ছে না।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version