Sunday, November 9, 2025

বিজেপি কে শাস্তি দেওয়ার ডাক, উত্তরপ্রদেশে জোরদার প্রচারে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Date:

উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড , পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ‘বিজেপি কে শাস্তি দাও’ শ্লোগান নিয়ে পথে নামছে সংযুক্ত কিষান মোর্চা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মোর্চার নেতৃবৃন্দ। আগামী ৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে ৯টি শহরে সাংবাদিক সম্মেলন করে মোর্চার নেতারা ভোটারদের কাছে, কৃষক বিরোধী নীতির জন্য বিজেপি কে শাস্তি দেওয়ার আহ্বান জানাবেন।

মোর্চার কোর কমিটির সদস্য হান্নান মোল্লা বলেন, ‘কোভিড নিয়মবিধির কারণে এখন সভা সমাবেশ করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দুই দফার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেব। গত মঙ্গলবার উত্তরপ্রদেশের ৪১ টি কৃষক সংগঠন সভা করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচারের। ওই সভায় উপস্থিত না থাকলেও আরও ১৬ টি কৃষক সংগঠন সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী প্রচারকে।’

কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, ‘উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে প্রচার চলছে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে। কৃষকদের কেন্দ্রীয় বাজেট থেকে অনেক আশা ছিল এবং সুফল পাওয়ার আশা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বদলা নেওয়ার দৃষ্টিভঙ্গিতে বাজেটে কৃষক বিরোধী পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আমরা প্রচারপত্র বিতরণ করব। আমরা উভয় রাজ্যের ভোটারদের ভোট প্রচারের সময় সরকারি প্রতিনিধিদের প্রশ্ন করতে বলব। আমরা কৃষকদের বলেছি , শাসক দলের নেতা প্রার্থীরা ভোট চাইতে এলে ওদের প্রশ্ন করুন কৃষি ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলি নিয়ে। অধিকাংশ গ্রামে প্রশ্নের জবাব দিতে না পেরে পালিয়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীরা।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে কৃষকদের নিয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। কিষান মোর্চা কোর কমিটির আরেক সদস্য যোগেন্দ্র যাদবও সরকারকে আক্রমণ করে বলেন যে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে । তিনি বলেন, “সরকার অহংকারী, এবং সেই কারণেই এমন বাজেট পেশ করা হয়েছে। সাত বছরের বেশি সময় ধরে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। কৃষক ও কৃষিকাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা কার্যত কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের জন্য যে পরিমাণ অর্থ প্রদানের কথা ছিল তা ছাড়া আর কিছুই নয়। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ আসলে হ্রাস করা হয়েছে।”

কিষান মোর্চার নেতা ড. দর্শনপাল বলেছেন, ‘কৃষকদের আমরা বলছি বিজেপি কে শিক্ষা দেবার জন্য এই নির্বাচনে ওদের শাস্তি দিন। কি ভাবে শাস্তি দিতে হবে, তা কৃষকরা ভালোই বোঝেন।’

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version