Thursday, August 28, 2025

হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

Date:

ইন্ডিয়া গেটে নেতাজির(Netaji) হলোগ্রাম মূর্তি নেভার ঘটনায় অবশেষে সাফাই দিল কেন্দ্রীয় সরকার(Central govt)। জানানো হয়েছে খারাপ আবহাওয়ার জন্য নিয়ম মেনে বন্ধ রাখা হয়েছে হলোগ্রাম। যদিও কেন্দ্রের সাফাই ধোপে টিকছে না। পাল্টা তৃণমূলের(TMC) তরফে জানানো হয়েছে যদি তাই হয় তবে মধ্যরাতে কেন তা আবার জ্বালিয়ে দেওয়া হল। এরা জেনেশুনে নেতাজি অপমান করছে।

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে ঢাকঢোল পিটিয়ে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন তার পরেই হঠাৎ করে তা ফের নিভিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। প্রতিবাদের জেরে মাঝরাতে তা ফের জ্বালিয়ে দেয় সরকার। হলোগ্রাম মূর্তি নেভানো প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, “ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার দরুন নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।”

আরও পড়ুন:উস্কানি দিচ্ছেন রাজ্যপাল: ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ঘোষণা পার্থর

যদিও কেন্দ্রীয় সরকারের এই দাবি একেবারেই মানতে নারাজ তৃণমূল। শুক্রবার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “যদি তাই হয় তবে সন্ধ্যায় আমরা ছয় জন সাংসদ সেখানে গিয়ে দেখলাম আলো নেভানো মাঝরাতে হঠাৎ করে জ্বালিয়ে দেওয়া হলো কীভাবে? এর অর্থ এরা জেনেশুনে নেতাজিকে অপমান করছে। যারা নেতাজির মত একজন বীর স্বাধীনতাযোদ্ধাকে অপমান করে তারা পাপি।”

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version