Thursday, November 13, 2025

ফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে

Date:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU University) চির বিতর্কিত উপাচার্য এম জগদীশ কুমারকে(M Jagdish Kumar এবার বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ বা ইউজিসির অধ্যক্ষ পদে নিযুক্ত করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক(central education ministry)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের(central government) তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, এম জগদীশ কুমারকে ইউজিসির নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে ইউজিসির অধ্যক্ষ পদে ছিলেন অধ্যাপক ভিপি সিং। গত ডিসেম্বর মাসে তিনি ইস্তফা দেওয়ার পর এই পদটি খালি ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে অধ্যাপক জগদীশ কুমারকে। উল্লেখ্য, তেলেঙ্গানা জেলার বাসিন্দা জগদীশ কুমার আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এমএস ও পিএইচডি করে। ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলেন।

আরও পড়ুন:পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

তবে উপাচার্য হিসেবে নিজের কার্যকালে তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি হঠাৎ বাড়িয়ে দেন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ ফি বাড়ানো নিয়ে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি তিনি। এমনকি এই ঘটনায় পড়ুয়াদের তরফে অভিযোগ জানানো হলেও ফি বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। উপাচার্যের এহেন পদক্ষেপে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আন্দোলন হয়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version