Tuesday, August 26, 2025

ফি বাড়িয়ে বিতর্কে উঠে আসা JNU-র সেই উপাচার্য এবার UGC অধ্যক্ষ পদে

Date:

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU University) চির বিতর্কিত উপাচার্য এম জগদীশ কুমারকে(M Jagdish Kumar এবার বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ বা ইউজিসির অধ্যক্ষ পদে নিযুক্ত করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক(central education ministry)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের(central government) তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, এম জগদীশ কুমারকে ইউজিসির নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে ইউজিসির অধ্যক্ষ পদে ছিলেন অধ্যাপক ভিপি সিং। গত ডিসেম্বর মাসে তিনি ইস্তফা দেওয়ার পর এই পদটি খালি ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে অধ্যাপক জগদীশ কুমারকে। উল্লেখ্য, তেলেঙ্গানা জেলার বাসিন্দা জগদীশ কুমার আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এমএস ও পিএইচডি করে। ২০১৬ সালে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলেন।

আরও পড়ুন:পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই কোনও বিধায়ক, গুরুত্ব নতুন প্রজন্মকেও

তবে উপাচার্য হিসেবে নিজের কার্যকালে তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি হঠাৎ বাড়িয়ে দেন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ ফি বাড়ানো নিয়ে পড়ুয়াদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি তিনি। এমনকি এই ঘটনায় পড়ুয়াদের তরফে অভিযোগ জানানো হলেও ফি বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। উপাচার্যের এহেন পদক্ষেপে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আন্দোলন হয়।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version