শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সুনগুপ্তের (Surajit Sengupta)। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। শুক্রবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

শুক্রবারের হাসপাতালের পক্ষ থেকে বলা হয় যে,” ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞেরা তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।”

চিকিৎসক অজয়কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে সুরজিৎ সেনগুপ্তের । একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।

আরও পড়ুন:ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ দর্শকশূন্য ম্যাচ করার কোন চিঠি পাইনি,বললেন অভিষেক ডালমিয়া
