Earthquake-Delhi : শনিবার সকালে ভূকম্পন দিল্লি- কাশ্মীরসহ গোটা উত্তর ভারতে

সরস্বতী পুজোর দিন সকালেই ভূমিকম্প । দিল্লি- কাশ্মীর -নয়ডা সহ গোটা উত্তর -পশ্চিম ভারতে কম্পন অনুভূত হয়েছে। সকাল ৯’টা ৪৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। তবে কম্পনের প্রাবল্য বেশি না থাকায় এখনও পর্যন্ত বিরাট ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। প্রাণহানির কোন খবরও মেলেনি।

এদিন সকালে টানা প্রায় ২০ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত সংলগ্ন কোনও এলাকা।

Previous articleTerrorist: উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ দুই সন্ত্রাসবাদী
Next articleRoad Accident: কাঁকুড়গাছিতে বাইকে ধাক্কা ম্যাটাডোরের, মৃত্যু এক মহিলার