Monday, August 25, 2025

Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল

Date:

সরস্বতীপুজোর দিনেই ফের আশঙ্কাজনক অবস্থা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। দিদির অসুস্থতার খবর পেয়ে শনিবার সন্ধেয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান বোন বিখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, সারাদেশ সুরসম্রাজ্ঞীর আরোগ্য কামনায় প্রার্থনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন। সেটি মঙ্গেশকর পরিবারকে জানান কেন্দ্রীয় মন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

লতাকে দেখে হাসপাতালে বাইরে বেরিয়ে আশা ভোঁসলে জানান, ‘দিদি’ এখন স্থিতিশীল বলে তাঁকে জানিয়েছেন চিকিৎসকরা। আশা ভোঁসলে ছাড়াও, পরিচালক মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরে। এমএনএস প্রধান রাজ ঠাকরেও লতা মঙ্গেশকরকে দেখতে যান বলে সূত্রের খবর।

গত ২৭ দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে (Breach Candy Hospital) চিকিৎসাধীন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন লতা। করোনার উপসর্গ মৃদু থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানেই চিকিৎসক প্রতীত সমদানির অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে লতা মঙ্গেশকরের চিকিৎসা চলছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে ফের পরিস্থিতির অবনতি হয় লতা মঙ্গেশকরের। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

করোনা রিপোর্ট পজিটিভ আসায় ৯ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে উন্নতির হয়েছিল। খুলে নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। তবে, হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতির অবনতি হয়েছে। ফের ভেন্টিলেশনে দিতে হয়েছে লতাকে।

আরও পড়ুন- রামানুজচার্যকে শ্রদ্ধা জানিয়ে ১০০০ কোটির ‘স্ট্যাচু অফ ইকোয়ালিটি’ উদ্বোধন মোদির

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version