Thursday, December 4, 2025

রামানুজচার্যকে শ্রদ্ধা জানিয়ে ১০০০ কোটির ‘স্ট্যাচু অফ ইকোয়ালিটি’ উদ্বোধন মোদির

Date:

Share post:

শনিবার হায়দরাবাদে(Hyderabad) রামানুজচার্যের(Ramanuj) ২১৬ ফুটের মূর্তির উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন রামানুচার্যের এই মূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

এদিন এই মূর্তি উদ্বোধনের আগে সকালে টুইট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) যেখানে তিনি লেখেন, রামানুচার্যের পবিত্র ভাবনা ও শিক্ষা সকলকে অনুপ্রাণিত করে৷ বিকেল ৫টা নাগাদ এই মূর্তি উদ্বোধন করবেন তিনি। সেইমতো এদিন বিকেলে উদ্ধোধন করেন দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, “পঞ্চ ধাতু” দিয়ে তৈরী এই মূর্তিতে রয়েছে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ও জিঙ্ক। বসে থাকা অবস্থায় কোনও মূর্তির নিরিখে এটি বিশ্বের উচ্চতম। এই মূর্তির বেদির নাম ‘ভদ্র বেদি’। যার উচ্চতা ৫৪ ফুট। এখানে তৈরি করা হয়েছে বৈদিক ডিজিটাল গ্রন্থাগার, রয়েছে রিসার্চ সেন্টার, প্রাচীন ভারতীয় লেখা, থিয়েটার এবং রামানুচার্যের কাজের উপর নির্ভর করে একটি শিক্ষামূলক গ্যালারিও।

আরও পড়ুন:TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের

উল্লেখ্য, ধুঁকতে থাকা ভক্তি আন্দোলনে প্রাণ জুগিয়েছিলেন ১১ শতকের প্রখ্যাত বৈদিক সন্ত তথা দার্শনিক শ্রী রামানুজচার্য। শ্রী চিন্না জীয়র স্বামী আশ্রমের ৪০ একর জমিতে রামানুজচার্যের মূর্তিটি গড়ে তোলা হয়েছে। উপবীষ্ট অবস্থায় তাতে রামানুজচার্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এটির উচ্চতা ২১৬ ফুট। উপবিষ্ট অবস্থায় পৃথিবীতে যত মূর্তি রয়েছে, রামানুজচার্যের নবনির্মিত মূর্তিটি উচ্চতার নিরিখে দ্বিতীয় বলে জানিয়েছে জীয়র এডুকেশনাল ট্রাস্ট।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...