শনিবার হায়দরাবাদে(Hyderabad) রামানুজচার্যের(Ramanuj) ২১৬ ফুটের মূর্তির উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন রামানুচার্যের এই মূর্তি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

এদিন এই মূর্তি উদ্বোধনের আগে সকালে টুইট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) যেখানে তিনি লেখেন, রামানুচার্যের পবিত্র ভাবনা ও শিক্ষা সকলকে অনুপ্রাণিত করে৷ বিকেল ৫টা নাগাদ এই মূর্তি উদ্বোধন করবেন তিনি। সেইমতো এদিন বিকেলে উদ্ধোধন করেন দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, “পঞ্চ ধাতু” দিয়ে তৈরী এই মূর্তিতে রয়েছে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ও জিঙ্ক। বসে থাকা অবস্থায় কোনও মূর্তির নিরিখে এটি বিশ্বের উচ্চতম। এই মূর্তির বেদির নাম ‘ভদ্র বেদি’। যার উচ্চতা ৫৪ ফুট। এখানে তৈরি করা হয়েছে বৈদিক ডিজিটাল গ্রন্থাগার, রয়েছে রিসার্চ সেন্টার, প্রাচীন ভারতীয় লেখা, থিয়েটার এবং রামানুচার্যের কাজের উপর নির্ভর করে একটি শিক্ষামূলক গ্যালারিও।

আরও পড়ুন:TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের

উল্লেখ্য, ধুঁকতে থাকা ভক্তি আন্দোলনে প্রাণ জুগিয়েছিলেন ১১ শতকের প্রখ্যাত বৈদিক সন্ত তথা দার্শনিক শ্রী রামানুজচার্য। শ্রী চিন্না জীয়র স্বামী আশ্রমের ৪০ একর জমিতে রামানুজচার্যের মূর্তিটি গড়ে তোলা হয়েছে। উপবীষ্ট অবস্থায় তাতে রামানুজচার্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এটির উচ্চতা ২১৬ ফুট। উপবিষ্ট অবস্থায় পৃথিবীতে যত মূর্তি রয়েছে, রামানুজচার্যের নবনির্মিত মূর্তিটি উচ্চতার নিরিখে দ্বিতীয় বলে জানিয়েছে জীয়র এডুকেশনাল ট্রাস্ট।
