Tuesday, November 11, 2025

National:ভোটের বাজারে মোদির ট্যাবলো রাজনীতি ! সেরা যোগীর উত্তরপ্রদেশ, উপেক্ষিত নেতাজি

Date:

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কেন্দ্রের (Central) ট্যাবলো (Tablo) রাজনীতি এবার প্রকাশ্যে। যোগীর উত্তরপ্রদেশ (UP) সহ বিজেপি শাসিত রাজ্যের ট্যাবলো প্রথম তিনে। ব্রাত্য জনতার বিচারে সেরা মহারাষ্ট্র (Maharastra)। উপেক্ষিত নেতাজির ট্যাবলো (Tablo)। পাঁচ রাজ্যে ভোটের আগে মোদির এমন ট্যাবলো (Tablo) রাজনীতি দেখে দেশজুড়ে সমালোচনার ঝড়।

ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার তৈরি ট্যাবলো আগেই বাতিল করেছিল কেন্দ্র।
নেতাজির ১২৫ বছরের জন্মবর্ষকে তাঁর নামাঙ্কিত নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত সিপিডব্লিউডির ট্যাবলোকেও সম্মান দেওয়া হল না। ভোটের রাজনীতি করে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিচারকমণ্ডলীর বিচারে প্রথম হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। যার থিম ছিল মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর কাশী করিডর। শুধু তাই নয়, প্রথম তিন সেরার তালিকায় বিজেপি তথা এনডিএ শাসিত রাজ্যের ট্যাবলো। উত্তরপ্রদেশের পর দ্বিতীয় কর্ণাটক। তৃতীয় বিজেপি সমর্থিত এনপিপির পরিচালিত মেঘালয়।

আরও পড়ুনঃ দুর্ঘটনা এড়াতে কড়া দাওয়াই! বিনা হেলমেটে বাইক চালালেই সাসপেন্ড লাইসেন্স

অথচ কেন্দ্রীয় সরকারই এবারই প্রথম ‘’পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’’ চালু করেছে। সেখানে অনলাইনে আম জনতার বিচারে শ্রেষ্ঠ ট্যাবলো হয় মহারাষ্ট্র। উদ্ধব থাকরে সরকারের ট্যাবলোয় ছিল বায়ো ডাইভারসিটি। কিন্তু মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক ছিন্ন হওয়ায় ‘’পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’’-এ সেরা হয়েও বঞ্চিত হল “বায়ো ডাইভারসিটি” ট্যাবলো।

আরও পড়ুনঃ Mumbai Crime: মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মূলচক্রী আবু বকর গ্রেফতার                               অন্যদিকে, এবার সাধারণতন্ত্র দিসবের কুচকাওয়াজে দিল্লির রাজপথে প্রদর্শিত হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রকের ৯টি ট্যাবলো। এরমধ্যে সাধারণ মানুষ সেরা বেছেছিলেন ডাকবিভাগের প্রদর্শনকে। তাদের থিম ছিল, স্বাধীনতার ৭৫ বছরে নারী শক্তির বিকাশ।সাধারণ মানুষের বিচারও প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের নিযুক্ত বিচারকমণ্ডলী। তারা সেরা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রক আর অসমারিক বিমান পরিষেবা মন্ত্রকের ট্যাবলোকে।

 

 

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version