Friday, December 12, 2025

মাটির মানুষ ছিলেন, লতাজির সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হইনি: সুদেশ ভোঁসলে

Date:

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে বাণিজ্য, সাহিত্য থেকে শিল্প, সব জগতের মানুষ কিংবদন্তি শিল্পীর প্রয়াণে বাকরুদ্ধ। স্মৃতির সরণি বেয়ে লতা মঙ্গেসকারকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁসলে। লতা মঙ্গেশকরের গান প্রসঙ্গে সুদেশ ভোঁসলে বলেন, “মনে হয় তাঁর গান শুধু শুনেই যাই। কখনও যেন শেষ না হয়। তাঁর গান, তাঁর কণ্ঠস্বর কখনও শেষ হবে না।”

কিংবদন্তী শিল্পীর সঙ্গে বেশ কয়েকবার কাজ করার সুযোগ হয়েছিল সুদেশ ভোঁসলের। লতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সুদেশ বলেন, “বড় হোক কিংবা ছোট, লতাজি সহশিল্পীদের খুব সম্মান করতেন। সকলের সঙ্গে মিশে যেতেন। তাঁর শরীরি ভাষায় কখনও প্রকাশ পেত না যে তিনি লতা মঙ্গেশকর। মাটির মানুষ ছিলেন, তাই লতাজির সঙ্গে গান গাইছি ভেবে আমরাও নার্ভাস ফিল করতাম না।”

এরপরই সুদেশ সুদেশ ভোঁসলে বলেন, “আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে, তাঁর সঙ্গে আমি গোটা দুনিয়ায় ঘুরেছি। ১৯৯৫ ও ১৯৯৭ সালে আমেরিকার বিভিন্ন প্রান্তে শো করেছি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে এক মঞ্চে গান গেয়েছি। এটা অবশ্য এখন মনে হয় গল্পকথা। কিন্তু, তা একেবারেই নয়, সত্যিই আমি গেয়েছি। আমেরিকায় ২৫ হাজার থেকে ৫০ হাজার মানুষের সামনে গান গেয়েছি। আমি যে গলা পরিবর্তন করে গান করতাম সেটা তাঁর খুব ভালো লাগত। এর জন্য আমি তাঁর কাছ থেকে অনেক প্রশংসাও পেয়েছি।”

 

Related articles

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক...

১০ লক্ষ টাকায় মিলবে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, একমঞ্চে সুনীল-বাইচুংও

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিও মেসি( Lionel Messi)। শুক্রবার মধ্যরাতে কলকাতা...
Exit mobile version