বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ

0
1

এবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। দিনের পর দিন এই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শিবপুরে। শুধু তাই নয়, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত বিজেপি নেতা সুধাংশু সমাজদার বেপাত্তা হয়ে গিয়েছেন। তাঁকে গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকে পানিখালি– দোলুয়াবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বিজেপি নেতা সুধাংশু সমাজদার পেশায় গৃহশিক্ষক। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি নির্যাতিতা ছাত্রীর মা বেতন দেবেন বলে তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, অন্যান্য পড়ুয়াদের টিফিনের জন্য ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে শিক্ষক তথা বিজেপি নেতা ছাত্রীকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে নিগ্রহ করছে।