Saturday, August 23, 2025

তাঁর গান শুনে কেঁদে ফেলেছিলেন জওহরলাল নেহরু। শ্রীপঞ্চমী তিথিতে দেশবাসীকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর। ভারতের নাইটঅ্যাঙ্গেল। সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনেই তাঁর শেষ নিঃশ্বাস। প্রধানমন্ত্রী থেকে আমজনতা সকলে ভারাক্রান্ত। আগামী দুদিন রাষ্ট্রীয় শোক।

আরও পড়ুন:Lata Mangeshker : “যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন “

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম ইন্দোরে। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন মঞ্চ অভিনেতা এবং গায়ক। ৪ বোন এবং ১ ভাই। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর।মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীত জগতে পা রাখেন লতা।এরপর সঙ্গীত জীবনের এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন। ৩৬টি আঞ্চলিক ও বিদেশী ভাষায় গান গাওয়ার রেকর্ড তাঁর। ১৯৬৩ সালে ২৬ শে জানুয়ারি লতা মঙ্গেশকরের গলায় ‘অ্যায় মেরি ওয়াতন কী লোগো’ গানটি শুনে কেঁদে ফেলেছিলেন পন্ডিত নেহেরু।

পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ভারতীয় রত্ন (২০০১), পদ্মবিভূষণ(১৯৯৯), এনটিআর জাতীয় পুরস্কার(১৯৯৯),মহারাষ্ট্রভূষণ(১৯৯৭), দাদাসাহেব ফালকে(১৯৮৯),ফান্সের পুরস্কার লিজিওঁন ওফ অনার(২০০৭), তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র পুরস্কার, ছ’বার শ্রেষ্ঠ মহিলা শিল্পীর স্বীকৃতি। ১৯৭৪ সালে প্রথম ভারতীয় হিসাবে লন্ডনের রয়্যাল হ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

কোভিডে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্ল্যন্ডি হাসপাতালে ভর্তি হন। বারবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি হয়েছে। শেষ মূহুর্তে তাঁকে ICU থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল তরফে জানানো হয়,তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হয় এবং সকাল ৮টা ১২ মিনিটে ৯২ বছর বয়েসে ভারতের নাইটঅ্যাঙ্গেল প্রয়াত হন।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version