“দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না”, সুর সম্রাজ্ঞীর প্রয়াণে বললেন লোপামুদ্রা মিত্র

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে। শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করলেন লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)।

আরও পড়ুন: Lata Mangeshker : “যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন “

লোপামুদ্রা (Lopamudra Mitra) বলেন, “লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) চলে যাওয়া ভারতের কাছে অন্য রকম শোকের জায়গা। যে কেউ, যত যা-ই করে থাকুন না কেন, দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না। এই মানুষেরা চলে যান, কিন্তু রেখে যান সমস্ত শিল্পকীর্তি। মানুষটির শরীর চলে গেছে, কিন্তু তাঁর কাজ, শিল্প ওবং তিনি আমাদের সঙ্গে থাকবেন সারা জীবন।”

 

Previous articleLata Mangeshkar: পন্ডিত নেহেরু কেঁদে ফেলেছিলেন লতার গান শুনে
Next articleVvs Laxman: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রশংসায় ভিভিএস লক্ষণ