Wednesday, November 5, 2025

”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের

Date:

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশ সুরলোকে চলে গেলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকালেই এল চরম দুঃসংবাদ। যা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না দেশের সঙ্গীত মহলের আরেক কিংবদন্তি এ আর রহমান। এরপরই টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সোফায় বসে রয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঠিক তাঁর পায়ের কাছে মেঝেতে বসে রয়েছেন এ আর রহমান। লতার সান্নিধ্যে এই পুরোনো ছবি শেয়ার করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন সুরকার। টুইটারে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে রহমান লিখেছেন, ”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”।

সুর সম্রাজ্ঞী সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে একটি ভিডিও বার্তাও দেন এ আর রহমান। তিনি বলেন, ”লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। তবে লতাজির সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে বাবার কথা। আমার বাবা লতাজির খুব বড় অনুরাগী ছিলেন। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। কিন্তু এখনও মনে আছে, খাটের পাশে লতাজির একটি ছবি রেখেছিলেন বাবা। প্রতিদিন বাড়ি থেকে স্টুডিওর উদ্দেশে বেরনোর সময় সেই ছবিতে প্রণাম করতেন বাবা। কখনও লতাজির আশীর্বাদ ছাড়া তিনি স্টুডিওতে যেতেন না। লতাজির ছবিটিই বাবাকে অনুপ্রাণিত করত।”

লতা মঙ্গেশকারকে দেখেই সুরকার থেকে গায়ক হওয়ার ইচ্ছা জাগে এ আর রহমানের। তাঁর কথায়, ”আমি খুব সৌভাগ্যবান বলেই লতাজির কিছু কিছু অনুষ্ঠানের অংশ হতে পেরেছি। একটি শো-এর আগে আমি দেখি, বন্ধ ঘরে তানপুরা নিয়ে আমার তৈরি করাই সুর খুব আস্তে আস্তে অনুশীলন করছেন লতাজি। বিশ্বাস হয়নি প্রথমে। এটাই ওনার রেওয়াজের ধরণ! তার আগে আমি নিজে গান গাওয়ার কথা ভাবিনি। নিজেকে একজন সুরকার হিসেবেই দেখে এসেছি। কিন্তু তারপর থেকে প্রত্যেক শো-এর আগে আমি তানপুরা নিয়ে অনুশীলন করি।”

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version