Thursday, August 28, 2025

”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের

Date:

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশ সুরলোকে চলে গেলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকালেই এল চরম দুঃসংবাদ। যা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না দেশের সঙ্গীত মহলের আরেক কিংবদন্তি এ আর রহমান। এরপরই টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সোফায় বসে রয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ঠিক তাঁর পায়ের কাছে মেঝেতে বসে রয়েছেন এ আর রহমান। লতার সান্নিধ্যে এই পুরোনো ছবি শেয়ার করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন সুরকার। টুইটারে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে রহমান লিখেছেন, ”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”।

সুর সম্রাজ্ঞী সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে একটি ভিডিও বার্তাও দেন এ আর রহমান। তিনি বলেন, ”লতা মঙ্গেশকরের মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। তবে লতাজির সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে বাবার কথা। আমার বাবা লতাজির খুব বড় অনুরাগী ছিলেন। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। কিন্তু এখনও মনে আছে, খাটের পাশে লতাজির একটি ছবি রেখেছিলেন বাবা। প্রতিদিন বাড়ি থেকে স্টুডিওর উদ্দেশে বেরনোর সময় সেই ছবিতে প্রণাম করতেন বাবা। কখনও লতাজির আশীর্বাদ ছাড়া তিনি স্টুডিওতে যেতেন না। লতাজির ছবিটিই বাবাকে অনুপ্রাণিত করত।”

লতা মঙ্গেশকারকে দেখেই সুরকার থেকে গায়ক হওয়ার ইচ্ছা জাগে এ আর রহমানের। তাঁর কথায়, ”আমি খুব সৌভাগ্যবান বলেই লতাজির কিছু কিছু অনুষ্ঠানের অংশ হতে পেরেছি। একটি শো-এর আগে আমি দেখি, বন্ধ ঘরে তানপুরা নিয়ে আমার তৈরি করাই সুর খুব আস্তে আস্তে অনুশীলন করছেন লতাজি। বিশ্বাস হয়নি প্রথমে। এটাই ওনার রেওয়াজের ধরণ! তার আগে আমি নিজে গান গাওয়ার কথা ভাবিনি। নিজেকে একজন সুরকার হিসেবেই দেখে এসেছি। কিন্তু তারপর থেকে প্রত্যেক শো-এর আগে আমি তানপুরা নিয়ে অনুশীলন করি।”

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version