Monday, August 25, 2025

খায়রুল আলম , ঢাকা

 

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে বাদামের খোসা দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে তৈরি এই মণ্ডপ দেখতে উৎসুক মানুষের সমাগম হয়। প্রায় ৮০ কেজি বাদামের খোসায় তৈরি করা হয়েছে মণ্ডপ। একটি বাদামের খোসার ভিতর রাখা হয়েছে প্রতিমাকে।

নবীন সংঘ নামে একটি সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এই মণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।

জানা গিয়েছে, প্রতিমায় বাদামের খোসার পাশাপাশি গম ব্যবহার করা হয়েছে। কাঠের ওপর আঠা দিয়ে খোসা লাগানো হয়েছে। ফাঁকা স্থানগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠের গুড়ো।

খুবই সূক্ষ্মভাবে কাজটি করতে হয়েছে।

 

নবীন সংঘের সব সদস্য কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্যরা কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে গেটসহ পুজোমণ্ডপ তৈরিতে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সব সময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি শহরের মুন্সিরহাট থেকে। তারপর প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি।

এর আগেও আমরা ৫০ হাজার কফির কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version