Wednesday, November 12, 2025

টেকনো-রোটারির নয়া উদ্যোগে সল্টলেকে মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল

Date:

রাজ্যে তৈরি হতে চলেছে আরও একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং রোটারি ইন্টারন্যাশন্যালের যৌথ উদ্যোগে তৈরি হাসপাতালটির নাম রাখা হচ্ছে রোটারি-টেকনো গ্লোবাল হাসপাতাল। শুক্রবার সেক্টর ফাইভে ৬০০ শয্যার এই হাসপাতালের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরী এবং রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহতা।

আরও পড়ুন:মিশন উত্তর প্রদেশ: অখিলেশের হয়ে নির্বাচনী প্রচারে আজ লখনউ যাচ্ছেন মমতা

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে তৈরি এই হাসপাতালে সবরকমের চিকিৎসার সুবিধা মিলবে। দুই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কেন্দ্রস্থলে ৩ একর জমির উপর গড়ে উঠবে ওই হাসপাতাল। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা মিলবে সেখানে। আগামী দু’বছরের মধ্যেই ৩৫০ শয্যা সম্পূর্ণভাবে চালু করা হবে ওই হাসপাতালে।

শেখর মেহতা বলেন, ‘‘রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল কলকাতা স্বাস্থ্য পরিষেবায় নতুন যুগের সূচনা করবে। ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে সেরা হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান। এই হাসপাতাল আগামী দিনে হাজার হাজার তরুণ ছেলেমেয়ের জন্য কাজের সুযোগও তৈরি করবে।’’ সত্যম রায়চৌধুরী বলেন, ‘‘চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষ স্থাপন করার যাত্রায় টেকনো ইন্ডিয়া গোষ্ঠী বরাবরই এগিয়ে। এই প্রতিষ্ঠান অনেক মাইলফলক ছুঁয়েছে অতীতে। এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। কলকাতায় রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ করবে।’’

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version