Monday, November 10, 2025

Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও

Date:

জোর করে জমি দখল করবে না রাজ্য সরকার। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনা এই সরকারের আমলে ঘটবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সমাজবাদী পার্টির সমর্থনে লখনউয়ে প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের (Airport) জমি পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্র। রাজ্যে এসে অসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Sindhiya) এই বিষয় নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার কড়া জবাব দেন মমতা। এদিন তিনি স্পষ্ট বলেন, জোর করে জমি দখল করা হবে না। সিঙ্গুর, নন্দীগ্রামের মতো কাউকে জোর করা হবে না। তিনি প্রশ্ন তোলেন, “আমি কি জোর করে লোককে তাঁর জায়গা থেকে সরিয়ে দেব?” জমি পেলে দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজনীতি না করারও বার্তা দেন মমতা।

এর পাশাপাশি, এয়ারপোর্টে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বিক্রি করে দিলেও, কোনও কর্মীর যেন চাকরি না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের বেসরকারি নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তিনি বলেন, টাটাদের স্বাগত। কিন্তু কোনও কর্মীর যেন বেসরকারিকরণ নীতির ফলে চাকরি খোয়াতে না হয় এই বিষয়টি দেখতে হবে। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে এয়ারপোর্ট চত্বরে আন্দোলনরত এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version