Ind-Pak Match: মাত্র পাঁচ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম‍্যাচের টিকিট

সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে শুরু হয় ভারত-পাকিস্তান ম‍্যাচের টিকিট বিক্রি। সকাল এগারোটার পরেই সব টিকিট শেষ হয়ে যায়।

পাঁচ ঘণ্টায় শেষ হয়ে ভারত-পাকিস্তান ( India-Pakista) টি-২০ বিশ্বকাপের( T-20 World Cup) ম‍্যাচের টিকিট। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে হতে চলেছে এই রুদ্ধশ্বাস ম্যাচ। তারজন‍্য সোমবার সাধারণ মানুষের জন‍্য টিকিট ছাড়া হয়। আর টিকিট ছাড়তেই মাত্র পাঁচ ঘন্টায় বিক্রি হয়ে যায় ম‍্যাচের টিকিট।

বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম এমসিজি।  জনপ্রিয়তার কারণে এই মাঠেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ রেখেছে আইসিসি। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে শুরু হয় ভারত-পাকিস্তান ম‍্যাচের টিকিট বিক্রি। সকাল এগারোটার পরেই সব টিকিট শেষ হয়ে যায়। মাত্র ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছিল সাধারণ মানুষের জন্য।

২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেইবার ভারতের বিরুদ্ধে দশ উইকেটে জেতেন বাবর আজমরা। আইসিসি প্রতিযোগিতায় সেটাই ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয়।

Previous articleUGC-র প্রস্তাবে কর্মসঙ্কোচনের আশঙ্কায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
Next articleSandhya Mukhopadhyay: লতা নেই, জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে