Saturday, August 23, 2025

Siliguri: দার্জিলিঙের ১০টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, এবার শিলিগুড়ি দখল হবে: অরূপ

Date:

পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও আসন সমঝোতা পথে আমরা যাচ্ছেন না। তবে, দার্জিলিং পুরভোটের ১০ টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল (Tmc)। সোমবার, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে করে প্রার্থী তালিকা ঘোষণা করে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

২৭ ফেব্রুয়ারি গোটা রাজ্যের বিভিন্ন পুরসভার সঙ্গে দার্জিলিং (Darjeeling) পুরসভার নির্বাচন। পুরসভার মোট ৩২টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে দশটি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে তৃণমূল (TMC)। সোমবার, শিলিগুড়িতে তৃণমূলে জেলা কার্যালয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও গৌতম দেব (Goutam Dev) সাংবাদিক বৈঠক করেন। অরূপ বিশ্বাস বলেন, “পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সাথে কোন আসন সমঝোতা পথে আমরা যাচ্ছি না কিন্তু ১০ টি আসনে প্রার্থী দিচ্ছি আমরা।”

আরও পড়ুন:পুরভোটকে মাথায় রেখে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর তৈরি করল তৃণমূল

এদিন অরূপ বিশ্বাস বলেন, শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। ৪৭ টির মধ্যে ৪৭ টি আসনেই তৃণমূল জয়ী হবে। যারা ৪৭ টি আসনে প্রার্থী দিতে পারে না তারা জয়ী হবে না। অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে অরূপ বলেন, বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছেন অশোক। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও এই দায়িত্ব নেবে না।

এদিন অরূপ বিশ্বাস ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ি পুর নির্বাচনী প্রচারে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের নেপালি ভাষাভাষীর মানুষদের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক পিডি ভুটিয়া। অরূপ বলেন, শিলিগুড়ির মানুষ এবার তৃণমূলের উপরেই আস্থা রাখবে। কারণ শিলিগুড়ি পুর এলাকায় কোনও উন্নয়ন হয়নি। গোটা রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে তার বিন্দুমাত্র বামেরা করতে পারেনি। তাই এবার তৃণমূলই শিলিগুড়ি দখল করতে চলেছে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version