Monday, August 25, 2025

Siliguri: দার্জিলিঙের ১০টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, এবার শিলিগুড়ি দখল হবে: অরূপ

Date:

পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে কোনও আসন সমঝোতা পথে আমরা যাচ্ছেন না। তবে, দার্জিলিং পুরভোটের ১০ টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল (Tmc)। সোমবার, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে করে প্রার্থী তালিকা ঘোষণা করে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

২৭ ফেব্রুয়ারি গোটা রাজ্যের বিভিন্ন পুরসভার সঙ্গে দার্জিলিং (Darjeeling) পুরসভার নির্বাচন। পুরসভার মোট ৩২টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে দশটি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে তৃণমূল (TMC)। সোমবার, শিলিগুড়িতে তৃণমূলে জেলা কার্যালয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও গৌতম দেব (Goutam Dev) সাংবাদিক বৈঠক করেন। অরূপ বিশ্বাস বলেন, “পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সাথে কোন আসন সমঝোতা পথে আমরা যাচ্ছি না কিন্তু ১০ টি আসনে প্রার্থী দিচ্ছি আমরা।”

আরও পড়ুন:পুরভোটকে মাথায় রেখে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর তৈরি করল তৃণমূল

এদিন অরূপ বিশ্বাস বলেন, শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। ৪৭ টির মধ্যে ৪৭ টি আসনেই তৃণমূল জয়ী হবে। যারা ৪৭ টি আসনে প্রার্থী দিতে পারে না তারা জয়ী হবে না। অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে অরূপ বলেন, বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছেন অশোক। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও এই দায়িত্ব নেবে না।

এদিন অরূপ বিশ্বাস ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ শিলিগুড়ি পুর নির্বাচনী প্রচারে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের নেপালি ভাষাভাষীর মানুষদের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক পিডি ভুটিয়া। অরূপ বলেন, শিলিগুড়ির মানুষ এবার তৃণমূলের উপরেই আস্থা রাখবে। কারণ শিলিগুড়ি পুর এলাকায় কোনও উন্নয়ন হয়নি। গোটা রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে তার বিন্দুমাত্র বামেরা করতে পারেনি। তাই এবার তৃণমূলই শিলিগুড়ি দখল করতে চলেছে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version