Thursday, August 21, 2025

বঙ্গে বিজেপিকে হারিয়ে দেশে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন আপনি: মমতাকে কুর্নিশ অখিলেশের

Date:

বাংলায় বিজেপিকে(BJP) একাই হারিয়ে দিয়ে শুধু ওদের অহংকার চূর্ণ করেননি একই সঙ্গে পুরো ভারতবর্ষে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন। লখনউতে ভার্চুয়াল র‍্যালির শুরুতে এভাবেই বাংলার মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অভিবাদন জানালেন উত্তরপ্রদেশে(UP) সমাজবাদী পার্টির(SP) শীর্ষ নেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav)। সঙ্গে বললেন, সর্বশক্তি ও ভয়ংকর আগ্রাসন নিয়ে যেভাবে বিজেপি বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল তারপরেও আপনি তাঁর মোকাবিলা করে বিজেপিকে পর্যুদস্ত করেছেন তাঁর জন্য আপনাকে কুর্নিশ জানাই।

বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক দলের হারকে অখিলেশ ব্যাখ্যা করলেন, “সত্যমেব জয়তে বলে। তাঁর কথায় মমতাদিদি কলকাতা থেকে লখনউতে চলে এলেন আর তা দেখে বিজেপির দিল্লির নেতারা আসতে পারছেন না। বলছে লখনউতে আবহাওয়া খারাপ। সত্যিই এবার উত্তরপ্রদেশে বিজেপির হাওয়া খারাপ। এবার আর এখানে বিজেপির মিথ্যের প্লেন ল্যান্ড করবে না।”

আরও পড়ুন:উত্তরপ্রদেশে আবকি বার ৩০০ পার: সপার সমর্থনে বিজেপির পাল্টা স্লোগান তুললেন মমতা

তৃণমূল কংগ্রেস ইউপিতে লড়ছে না। অখিলেশ যাদবকেই পূর্ণ সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি এবং কোভিড বিদ্ধ উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা প্রবল। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা দিয়ে ভাই সমান অখিলেশের ডাকে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে। অখিলেশও বলেছেন মমতাদিদি এসেছেন এবার আমরা বিজেপি হারবেই। এই আবহেই উত্তরপ্রদেশের প্রথম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি চাপ বাড়ালো বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী ২ মার্চ তিনি বেনারস যাবেন। সমাজবাদী পার্টির হয়ে সভা করবেন। যাবেন মন্দিরেও।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version