Thursday, January 1, 2026

PM CARES: ১০ হাজার কোটি থেকে খরচ মাত্র ৪০০০ কোটি, ফের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার(PM Cares) তহবিল নিয়ে ফের একবার তোপের মুখে পড়তে হলো কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi Govt)। শুরুতে এই তহবিল নিয়ে কোনও অডিট রিপোর্ট প্রকাশ্যে জানতে চায়নি বিজেপি(BJP) সরকার। যার জেরে বারবার সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধিরা। এবার অবশ্য রিপোর্ট প্রকাশে আনা হয়েছে আর সেখানে দেখা গেল জমা পড়া প্রায় ১১ হাজার কোটি টাকা থেকে এতদিনে মোদি সরকার খরচ করেছে ৩৯৭৬ কোটি টাকা।

সম্প্রতি আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই তহবিলে প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। এর ৬৪ শতাংশ জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। এখনও কেন্দ্রের হাতে রয়েছে ৭ হাজার ১৪ কোটি টাকা।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় মৃতদেহ ভাসানোর কোনও তথ্যই নেই মোদি সরকারের কাছে

যদিও হিসেব প্রকাশ্যে আসার পর বিরোধীদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই হিসেব স্বচ্ছ নয়। গোটা দেশ যখন করোনার জেরে গভীর সংকটের মধ্যে ঠিক সেই সময় কেন এই তহবিলের ৬৪ শতাংশ টাকা খরচ করা হলো না? রাহুল গান্ধী আবার সরাসরি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর যে হিসেব দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় পিএম কেয়ার তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানানো হয়েছিল দেশে বিপর্যয় মোকাবিলা করতে এই তহবিল থেকে টাকা খরচ করা হবে। প্রধানমন্ত্রীর আবেদনেই তহবিলে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিদেশি নাগরিক ও বিভিন্ন সংস্থা বিপুল পরিমান অর্থ দান করেন। এদিকে অডিট বা আরটিআইয়ের ঊর্ধ্বে রাখা হয় এই তহবিলকে। যা নিয়ে প্রশ্ন তোলে বিরোধিতা।

spot_img

Related articles

বছরের প্রথম দিনেই ঈশ্বর দর্শন স্মৃতিদের, কোন মন্দিরে গেলেন বিশ্বকাপজয়ীরা?

পরিবারের সঙ্গে যখন নতুন বছরের সূচনা করলেন বিরাট-ধোনিরা তখন মহিলা ক্রিকেটারর ইংরেজি নববর্ষের সূচনা করলেন একটু অন্যভাবে। উজ্জয়িনীর...

নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলব: শাহ-শমীক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে

ভোট আসতেই ফের দিলীপ ঘোষকে প্রয়োজন পড়েছে বঙ্গ বিজেপির (BJP)। মাস খানেক আগেও যিনি মোদির সভায় ডাক পাননি,...

চুমু খেয়ে বর্ষবরণে মেতে উঠলেন রাজ শুভশ্রী

এর আগেও ঠোঁটে ঠোঁট রেখেছেন রাজ শুভশ্রী। ২০২৬-টাও শুরু করলেন সেই ভাবেই। দেশ থেকে বিদেশ নতুন বছরকে স্বাগত...

মধ্যরাতে সাবওয়ে স্টেশনে মামদানি! প্রথমবার কোরানে হাত রেখে শপথ নিউইয়র্কের মেয়রের

টানা পাঁচ ঘণ্টার উৎকণ্ঠা। শেষ পর্যন্ত জয়ের খবর এসেছিল ৪ নভেম্বর। নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন জোহরান...