Thursday, January 29, 2026

PM CARES: ১০ হাজার কোটি থেকে খরচ মাত্র ৪০০০ কোটি, ফের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

পিএম কেয়ার(PM Cares) তহবিল নিয়ে ফের একবার তোপের মুখে পড়তে হলো কেন্দ্রের(Central) মোদি সরকারকে(Modi Govt)। শুরুতে এই তহবিল নিয়ে কোনও অডিট রিপোর্ট প্রকাশ্যে জানতে চায়নি বিজেপি(BJP) সরকার। যার জেরে বারবার সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধিরা। এবার অবশ্য রিপোর্ট প্রকাশে আনা হয়েছে আর সেখানে দেখা গেল জমা পড়া প্রায় ১১ হাজার কোটি টাকা থেকে এতদিনে মোদি সরকার খরচ করেছে ৩৯৭৬ কোটি টাকা।

সম্প্রতি আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এই তহবিলে প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। এর ৬৪ শতাংশ জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। এখনও কেন্দ্রের হাতে রয়েছে ৭ হাজার ১৪ কোটি টাকা।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় মৃতদেহ ভাসানোর কোনও তথ্যই নেই মোদি সরকারের কাছে

যদিও হিসেব প্রকাশ্যে আসার পর বিরোধীদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই হিসেব স্বচ্ছ নয়। গোটা দেশ যখন করোনার জেরে গভীর সংকটের মধ্যে ঠিক সেই সময় কেন এই তহবিলের ৬৪ শতাংশ টাকা খরচ করা হলো না? রাহুল গান্ধী আবার সরাসরি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর যে হিসেব দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় পিএম কেয়ার তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানানো হয়েছিল দেশে বিপর্যয় মোকাবিলা করতে এই তহবিল থেকে টাকা খরচ করা হবে। প্রধানমন্ত্রীর আবেদনেই তহবিলে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিদেশি নাগরিক ও বিভিন্ন সংস্থা বিপুল পরিমান অর্থ দান করেন। এদিকে অডিট বা আরটিআইয়ের ঊর্ধ্বে রাখা হয় এই তহবিলকে। যা নিয়ে প্রশ্ন তোলে বিরোধিতা।

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে রাজ্যে মৃত ৪

এসআইআর-আতঙ্কে বাংলায় মৃত্যুমিছিল অব্যাহত (SIR death)। শুনানির আতঙ্কে রাজ্যে নতুন করে আরও চারজনের মৃত্যু হল। একদিকে, কলকাতার মেডিক্যাল...

টি২০ বিশ্বকাপ গম্ভীরের অগ্নিপরীক্ষা! জল্পনার মাঝেই মুখ খুললেন বোর্ড সচিব

দুয়ারে টি২০ বিশ্বকাপ। চাপের প্রেসার কুকারে থেকেই বিশ্বকাপে নামছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir )। সাম্প্রতিক সময়ে টেস্টে...

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম...

ভোটের মুখে উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াল নবান্ন, বিশেষ দায়িত্ব শীর্ষ আধিকারিকদের 

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের...