Tuesday, August 26, 2025

MBA পড়ুয়াকে অপহরণ করে গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট, চাঞ্চল্য দিল্লিতে

Date:

খোদ রাজধানীর বুকে এমবিএ((MBA) পড়ুয়াকে অপহরণ করে গান পয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে। দিন তিনেক আগে ওই পড়ুয়া ফিনাইল খেয়ে আত্মহত্যার(Suicide) চেষ্টা করে। এরপর মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ(Delhi police)। খোঁজ চলছে আরো দুইজনের।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৩ তারিখ তাকে অপহরণ করা হয়। গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করা হয়। এরপর চলে ব্ল্যাকমেইলিং। আরও একটি ভিডিও তোলা হয় তাঁর, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। এই ভিডিও দু’টি দেখিয়ে ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। নচেত ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় পরিবার ৫ লক্ষ টাকা দেয় দুষ্কৃতীদের। যদিও এরপরেও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে। এমনকি পয়লা ফেব্রুয়ারিতে নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয়, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে। চূড়ান্ত অপমানিত হয়ে পরিস্থিতির চাপে আত্মহত্যার চেষ্টা করে পড়ুয়া।

আরও পড়ুন:বিজেপিকে ভোট দিতে বারণ করে ‘হুমকি’ খোদ দলীয় নেত্রীর!

এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র। পরিবারের অভিযোগ, এক পুলিশ কনেস্টবল ধর্মপাল উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। অসহায় পরিস্থিতিতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র। যদিও পুলিশ জানিয়েছে, ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দোষীদের খোঁজ চলছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version