Wednesday, November 12, 2025

WB Municipal Election: প্রার্থী অসন্তোষ! দলের মনোনীত প্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী

Date:

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই বিজেপি অন্তর্কলহের ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। পুরভোটের প্রার্থী তালিকায় কেন তাঁর নাম নেই সেই রাগে মনোনীত প্রার্থীর সমস্ত পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী বেবি কোলে।এমনকী ভোটে ভোট দিলে  ‘দেখে নেওয়া’র হুমকি দিলেন স্থানীয় বাসিন্দাদের।অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটাও একইরকম। প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ বিজেপি নেতা ও তাঁর মেয়ে সটান নির্দল প্রার্থী হিসাবে তাঁর মনোনয়ন জমা দিলেন।

রাজ্যের পুরভোটের আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। সোমবার ১০৮ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপির অন্দরের কলহের ছবি আরও স্পষ্ট হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় মনোনীত প্রার্থী নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনার খবর উঠে আসে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের চিত্রটা একইরকম।

আরও পড়ুন:অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ানের দেহ উদ্ধার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী মৌসুমী দাস। তাঁর সমর্থনে পোস্টার পড়ার পরই চটেছেন দলের ‘বিক্ষুদ্ধ’ নেত্রী বেবি কোলে। তাঁর অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা ৩ লক্ষ টাকার বিনিময়ে পুরভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাও আবার পুরভোটের দায়িত্বপ্রাপ্ত অন্য এক নেতার মাধ্যমে! কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। সেকারণেই প্রার্থীও করা হয়নি।

অন্যদিকে তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন আশিষ। তাঁর ইচ্ছে ছিল, দলের সমর্থন নিয়ে নির্দল হিসেবে এবারের পুরভোটে লড়বেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বিজেপি স্থানীয় নেতৃত্ব। তাই দলকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন আলিপুরদুয়ার শহরের ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিজেপি নেতা আশিষ দত্ত। আর ১৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তাঁর মেয়ে।

Related articles

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...
Exit mobile version