Saturday, May 3, 2025

ত্রুটিপূর্ণ ক্ষুধার পরিমাপ: Global Hunger Index-এর রিপোর্ট খারিজ কেন্দ্রের

Date:

দেশজুড়ে উন্নয়নের ঢাক পেটালেও মোদি জমানায়(Modi Govt) দেশের আসল চিত্র তুলে ধরেছিল গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। যেখানে দেখা গিয়েছিল, বিশ্ব ক্ষুধা সূচকে(Global hunger index) ভারতের(India) অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রিপোর্টের জেরে কার্যত মুখোশ খুলে গিয়েছিল মোদি সরকারের। বুধবার তার প্রেক্ষিতে সংসদে কেন্দ্রের(Central) তরফে জানানো হলো গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ভারতের প্রকৃত চিত্র প্রতিফলিত করে না, কারণ এটি একটি ত্রুটিপূর্ণ ‘ক্ষুধার’ পরিমাপ।

বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি(Smriti Irani) বলেন, গ্লোবাল হাঙ্গার ইনডেক্স, ২০২১ রিপোর্ট অনুযায়ী ভারতের স্কোর ২৭.à§« এবং ১১৬ টি দেশের মধ্যে ১০১ তম স্থানে রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স চারটি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে – অপুষ্টি, শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা(স্টান্টিং), শিশুর উচ্চতা ও ওজনের মধ্যে ভারসাম্যহীনতা (চাইল্ড ওয়েস্টিং) এবং শিশুমৃত্যু। এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়, কারণ এটি উপযুক্ত নয় বা একটি দেশে ক্ষুধার প্রাদুর্ভাবের বাস্তব চিত্র তুলে ধরে না। এর চারটি সূচকের মধ্যে মাত্র একটি সূচক, অর্থাৎ, অপুষ্টি, সরাসরি ক্ষুধার সাথে সম্পর্কিত। দুটি সূচক, যথা, স্টান্টিং এবং ওয়েস্টিং হল অন্যান্য বিভিন্ন জটিল মিথস্ক্রিয়া যেমন স্যানিটেশন, জেনেটিক্স, পরিবেশ এবং খাদ্য গ্রহণের ব্যবহার ছাড়াও ক্ষুধা যা স্টান্টিং এবং ওয়েস্টিং এর জন্য কার্যকারক বা ফলাফল হিসাবে নেওয়া হয় গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ। এছাড়াও, খুব কমই কোন প্রমাণ আছে যে চতুর্থ সূচক, যথা, শিশুমৃত্যু ক্ষুধার একটি ফলাফল। হাঙ্গার ইনডেক্স-এ ব্যবহৃত পরিসংখ্যান আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে নেওয়া হয়েছে যা দেশে উপলব্ধ সর্বশেষ তথ্য অনুযায়ী আপডেট করা হয়নি। যা সরকারের অর্থনৈতিক প্রতিক্রিয়াকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version