Thursday, November 6, 2025

বড় সাফল্য রাজ্য সরকারের! ৭৫ লক্ষ ছুঁতে চলেছে মমতার কন্যাশ্রী প্রকল্প

Date:

আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। মাইলফলক ছুঁতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্প।সরকারি তথ্য বলছে, ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পে প্রাপক অর্থ্যাৎ ইউনিক বেনিফিশিয়ারির সংখ্যা ৭৪ লক্ষ ৯৪ হাজার ৯১৮জন। আর কয়েক দিনের মধ্যেই তা ৭৫ লক্ষের গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পাঁচ বছরে ১৮৯৮ টি এনজিও-র এফসিআরএ শংসাপত্র বাতিল হয়েছে, রাজ্যসভায় জানালেন নিত্যানন্দ রাই

২০১১ সালে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন। যা চালু হয় ২০১৩ সালের ১ অক্টোবর থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল নাবালিকা বিবাহের অবসান ঘটানো এবং মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার বিস্তার করা। ইতিমধ্যেই এই প্রকল্প বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে।বর্তমানে স্কলারশিপের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্য প্রশাসন সাফ জানিয়েছে, এই প্রকল্প এতটাই স্বচ্ছ যে, মানুষ চাইলে স্রকারি ওয়েবসাইটে যাবতীয় ডেটা যাচাই করে দেখতে পারেন।

তিনটি ভাগে এই প্রকল্প বিভাজিত হয়েছে। কে-ওয়ান, কে-টু এবং কে-থ্রি। প্রথম দুটি বিভাগ দেখভাল করে নারী-শিশু সমাজ কল্যাণ দফতর। শেষ বিভাগটি দেখে উচ্চ শিক্ষা দফতর। বাল্যবিবাহ রোধ, স্কুল ছুটের সংখ্যা কমানো এবং আর্থিক কারণে মেয়েদের পড়া যাতে বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ,কে-টু বিভাগে আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে। শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এ বিষয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প সাফল্যের সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে। ফলে উপকার পাচ্ছেন মেয়েরা।

Related articles

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...
Exit mobile version