Monday, May 5, 2025

বড় সাফল্য রাজ্য সরকারের! ৭৫ লক্ষ ছুঁতে চলেছে মমতার কন্যাশ্রী প্রকল্প

Date:

Share post:

আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। মাইলফলক ছুঁতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ প্রকল্প।সরকারি তথ্য বলছে, ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পে প্রাপক অর্থ্যাৎ ইউনিক বেনিফিশিয়ারির সংখ্যা ৭৪ লক্ষ ৯৪ হাজার ৯১৮জন। আর কয়েক দিনের মধ্যেই তা ৭৫ লক্ষের গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পাঁচ বছরে ১৮৯৮ টি এনজিও-র এফসিআরএ শংসাপত্র বাতিল হয়েছে, রাজ্যসভায় জানালেন নিত্যানন্দ রাই

২০১১ সালে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন। যা চালু হয় ২০১৩ সালের ১ অক্টোবর থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল নাবালিকা বিবাহের অবসান ঘটানো এবং মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার বিস্তার করা। ইতিমধ্যেই এই প্রকল্প বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে।বর্তমানে স্কলারশিপের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্য প্রশাসন সাফ জানিয়েছে, এই প্রকল্প এতটাই স্বচ্ছ যে, মানুষ চাইলে স্রকারি ওয়েবসাইটে যাবতীয় ডেটা যাচাই করে দেখতে পারেন।

তিনটি ভাগে এই প্রকল্প বিভাজিত হয়েছে। কে-ওয়ান, কে-টু এবং কে-থ্রি। প্রথম দুটি বিভাগ দেখভাল করে নারী-শিশু সমাজ কল্যাণ দফতর। শেষ বিভাগটি দেখে উচ্চ শিক্ষা দফতর। বাল্যবিবাহ রোধ, স্কুল ছুটের সংখ্যা কমানো এবং আর্থিক কারণে মেয়েদের পড়া যাতে বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ,কে-টু বিভাগে আরও জোর দেওয়ার কথা বলা হয়েছে। শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এ বিষয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প সাফল্যের সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে। ফলে উপকার পাচ্ছেন মেয়েরা।

spot_img

Related articles

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

৫ মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা দিল্লিতে লিটার প্রতি...