Saturday, August 23, 2025

Nabanna: নবান্নে মুখ্যমন্ত্রী-গৌতমপুত্র বৈঠক, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আদানিদের

Date:

২১ এপ্রিল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে আদানি গোষ্ঠীর হাত ধরে রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandapadhyay) সঙ্গে বৈঠক করেন আদানি গ্রুপের সিইও (CEO) তথা গৌতম আদানির (Goutam Adani) ছেলে করণ আদানি (Karan Adani)। গভীর সমুদ্র বন্দর তাজপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েই এদিন আলোচনা হয় বলে সূত্রের খবর। করণ ছাড়াও এদিন আদানি গ্রুপের আরও তিন গুরুত্বপূর্ণ আধিকারিক ওই বৈঠকে ছিলেন। তাজপুরে গভীর সমুদ্র বন্দর ছাড়াও আলোচনা হয় বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনি নিয়ে।

সূত্রের খবর, দেউচা-পাচামি নিয়ে বেশি আগ্রহী আদানি গ্রুপ। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিল্পপতি গৌতম আদানি। গত বছর ডিসেম্বর মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ বার এলেন গৌতমের ছেলে করণ আদানি।

আরও পড়ুন:Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলে এই বৈঠক।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। যার জন্য তিনি জোর দিচ্ছেন শিল্প স্থাপনের উপর। এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে রাজ্যে। যার মুখ্য অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহী আদানি গ্রুপ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version