Tuesday, November 18, 2025

Nabanna: নবান্নে মুখ্যমন্ত্রী-গৌতমপুত্র বৈঠক, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা আদানিদের

Date:

২১ এপ্রিল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে আদানি গোষ্ঠীর হাত ধরে রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandapadhyay) সঙ্গে বৈঠক করেন আদানি গ্রুপের সিইও (CEO) তথা গৌতম আদানির (Goutam Adani) ছেলে করণ আদানি (Karan Adani)। গভীর সমুদ্র বন্দর তাজপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েই এদিন আলোচনা হয় বলে সূত্রের খবর। করণ ছাড়াও এদিন আদানি গ্রুপের আরও তিন গুরুত্বপূর্ণ আধিকারিক ওই বৈঠকে ছিলেন। তাজপুরে গভীর সমুদ্র বন্দর ছাড়াও আলোচনা হয় বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনি নিয়ে।

সূত্রের খবর, দেউচা-পাচামি নিয়ে বেশি আগ্রহী আদানি গ্রুপ। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিল্পপতি গৌতম আদানি। গত বছর ডিসেম্বর মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ বার এলেন গৌতমের ছেলে করণ আদানি।

আরও পড়ুন:Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলে এই বৈঠক।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। যার জন্য তিনি জোর দিচ্ছেন শিল্প স্থাপনের উপর। এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে রাজ্যে। যার মুখ্য অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহী আদানি গ্রুপ।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version