Saturday, August 23, 2025

West Bengal: নারকেলডাঙা মামলায় ৭ অভিযুক্তের নাম-ছবি দিয়ে হুলিয়া জারি সিবিআইয়ের

Date:

রাজ্যে “ভোট পরবর্তী হিংসা” (Post Poll violence)  মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রের সংস্থা সিবিআই (CBI)। অভিযোগ, একুশের বিধানসভা ভোটের পরবর্তী “সন্ত্রাসে” খুন (Post Poll violence) হয়েছিলেন কাঁকুরগাছির বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত অভিজিৎ সরকার। সেই খুনের ঘটনায় অভিযুক্তদের সন্ধান দিতে আর্থিক পুরস্কারের ঘোষণা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) । পলাতক সাত অভিযুক্তের এক একজনের খোঁজ দিতে পারলে সিবিআইয়ের (CBI) তরফে মিলবে ৫০ হাজার টাকা করে পুরস্কার। তথ্য প্রদানকারী ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে আশস্থ করেছে সিবিআই (CBI)। হেল্পলাইন ও ইমেল মারফত যোগাযোগ করার বিজ্ঞপ্তিও জারি করেছে সিবিআই (CBI)।

নারকেলডাঙা মামলায় কাঁকুরগাছির বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত অভিজিৎ সরকার খুনের ঘটনায় সম্প্রতি, শিয়ালদহ কোর্টের নির্দেশ অনুসারে, পলাতক সাত অভিযুক্তের (অরুণ দে, শুকদেও পোদ্দার, গোপাল দাস, সৌরভ দে, রাহুল দে, বিশ্বজিৎ দাস ও অমিত দাস) ছবি, নাম ও ঠিকানা সহ পুরস্কারের ঘোষণা করেছে সিবিআই।

গত বছর ২ মে ভোট গণনার দিন সন্ধ্যায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শারীরিক অত্যাচার করা হয়। অভিযোগ, অভিজিৎকে গলার তার জড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল। মৃত্যুর আগে ফেসবুক লাইভে তাঁর উপর অত্যাচার ও কুকুরদের মারধরের জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করে সে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে। অভিজিতের পরিবারের লোকেদের সঙ্গে কথা হয় তদন্তকারীদের।

আরও পড়ুনঃ Vidyasagar Setu: আগামী রবিবার ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রাস্তায় যাবেন

 

তদন্তে অভিযুক্তদের তালিকায় যাদের নাম উঠে এসেছে, তাদের অনেকেই বাড়ি ছাড়া বলে দাবি সিবিআইয়ের।
এই পরিস্থিতিতে অভিযুক্ত সাত জনকে ধরতে আর্থিক পুরস্কারের ঘোষণা করল সিবিআই। উল্লেখ্য, এই মামলায় ২০ জনের নামে গত সেপ্টেম্বরে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর অক্টোবর থেকেই অভিযুক্তদের ধরতে খোঁজ চলছে।

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version