Covid Update: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ! মৃত্যুর সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

করোনা সংক্রমন কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি।

খানিকটা স্বস্তি দিয়ে দেশে সামান্য কমল করোনা(Corona) সংক্রমণ। তবে দেশে করোনা(Corona) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বারোশো পার হল আবারও। যদিও পজিটিভিটি রেট (Positivity rate) কমে দাঁড়াল ৪.৪৪ শতাংশ।  বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হজার ৮৪ জন।তবে সংক্রমণের হার অবশ্য সামান্য কমেছে। একদিনে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৪১ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২১৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১ হাজার ৩৬৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬০ জনের।

করোনা(corona) ও ওমিক্রন (omicron)সংক্রান্ত যাবতীয় আপডেট এক নজরে :-

১. বিদেশ যাত্রীদের জন্য গাইডলাইনের ক্ষেত্রে বেশ কিছু সংশোধন আনল দেশের স্বাস্থ্যমন্ত্রক।

২. আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বিদেশ ফেরত যাত্রীদের দু সপ্তাহের নিভৃতবাস বাধ্যতামূলক নয়।সেক্ষেত্রে ১৪ দিন তাঁদের নিজেদের স্বাস্থ্যের দিকে কড়া নজর দিতে হবে।

৩.ফের একবার করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হতেই নৈশ কার্ফু জারি করল ত্রিপুরা সরকার।শুক্রবার, ১১ ফেব্রুয়ারি থেকে রাজ্যে নৈশ কার্ফু জারি হচ্ছে, চলবে ২০ ফেব্রুয়ারি অবধি। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু জারি থাকবে।

Previous articleছোটদের জন্য স্কুল খোলার চিন্তাভাবনা রাজ্যের, ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে
Next articleভোটের মাঝেই লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস